TRENDING:

BSNL-এর এই প্ল্যানগুলিতে নেই কোনও ডেটা লিমিট, শুরু ৫৫৫ টাকা থেকে

Last Updated:
BSNL-এর বেশ কিছু এমন প্ল্যান আছে যেগুলোর কোনও দৈনিক ডেটা মিলিত নেই
advertisement
1/5
BSNL-এর এই প্ল্যানগুলিতে নেই কোনও ডেটা লিমিট, শুরু ৫৫৫ টাকা থেকে
দেশের সবথেকে বড় ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার BSNL। দেশের অনান্য ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার থেকে BSNL-এর প্ল্যান অনেক আলাদা। এই মুহূর্তে বাযারে যত ডেটা প্ল্যান আছে সব গুলির দৈনিক ডেটা লিমিট রয়েছে। কিন্তু BSNL-এর বেশ কিছু এমন প্ল্যান আছে যার কোনও দৈনিক ডেটা মিলিত নেই।
advertisement
2/5
BSNL-এর ৫৫৫ টাকার প্ল্যান - এই প্ল্যানে ইউজাররা পেয়ে যাবেন মাসিক 100GB ডেটা। কিন্তু এতে কোনও ডেলি লিমিট নেই। এই প্ল্যানে গ্রাহকরা 20Mbps স্পিড পাবে, আর 100GB শেষ হয়ে গেলে স্পিড কমে হয়ে যাবে 1Mbps। এছাড়াও গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড কলিং-এর সুবধা (নিজস্ব নেটওয়ার্কে) ।
advertisement
3/5
৭৪৯ সুপারস্টার প্ল্যান - এই প্ল্যানে ইউজাররা পেয়ে যাবেন 300GB ডেটা গোটা মাসের জন্য , 50Mbps স্পিডে। এই প্ল্যানেো রয়েছে আনলিমিটেড কলিং-এর সুবধা। এছাড়াও এই প্ল্যানের গ্রাহকরে পেয়ে যাবেন Amazon Prime মেম্বারশিপ বিনামূল্যে।
advertisement
4/5
৭৭৭ টাকার প্ল্যান - এই প্ল্যানটি পাওয়া যাবে শুধুমাত্র ২৬ ডিসেম্বর অবধি। এই প্ল্যানে ইউজাররা পেয়ে যাবেন 50Mbps স্পিডের সঙ্গে মাসে 500GB ডেটা। এই ডেটা শেষ হয়ে গেলে স্পিড কমে হয়ে যাবে 2Mbps।
advertisement
5/5
৮৪৯ টাকার প্ল্যান - এই প্ল্যানে ইউজাররা পেয়ে যাবে মাসে 600GB ডেটা 50Mbps স্পিডের সঙ্গে। এছাড়াও রয়েছে আনলিমিটেড কলিং-এর সুবধা।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
BSNL-এর এই প্ল্যানগুলিতে নেই কোনও ডেটা লিমিট, শুরু ৫৫৫ টাকা থেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল