Lenovo Tab M9: ট্যাব কিনুন একেবারে কম দামে! ৯ ইঞ্চি ডিসপ্লে-সহ দাম ১৩ হাজারেরও কম
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
বাজারে এল Lenovo Tab M9। অ্যান্ড্রয়েড এই ট্যাবলেটের মেটাল বডি ইতিমধ্যেই নজর কেড়েছে গ্যাজেটপ্রেমীদের।
advertisement
1/7

আসলে তো একটা ছোটখাটো কম্পিউটার-ই, প্রায় বললেই ঠিক হয়। ফলে, ট্যাবলেট জিনিসটা আসার পর থেকেই দ্রুত হারে বাজার দখল করে ফেলেছে। বিশেষ করে করোনা অতিমারীর সময়ে লকডাউন পর্যায়ে যখন সব কিছু বন্ধ ছিল, অনেক পড়ুয়ার রীতিমতো কাজে এসেছে এই ট্যাবলেট। নানা কাজকর্ম করা যায় সহজেই, এদিকে স্ক্রিন ফোনের চেয়ে বড়, সুবিধা তো বটেই!
advertisement
2/7
বললে খুব একটা ভুল হবে না যে ট্যাবলেটের বাজারে Lenovo-র নামডাক অনেক দিনের। বাজেট ল্যাপটপের মতোই তাদের বাজেট ট্যাবলেট দেশের বহু মানুষের সমস্যার সুরাহা করেছে নানা দিক থেকে। জনপ্রিয়তা ধরে রাখতে সংস্থার তরফে এবার বাজারে এল Lenovo Tab M9। অ্যান্ড্রয়েড এই ট্যাবলেটের মেটাল বডি ইতিমধ্যেই নজর কেড়েছে গ্যাজেটপ্রেমীদের। ফেস আনলক, ডলবি অ্যাটমস-সহ ডুয়াল স্টিরিও স্পিকারও এর অন্যতম উল্লেখযোগ্য ফিচার। আর কী কী পাওয়া যাচ্ছে এই ট্যাবলেটে?
advertisement
3/7
Lenovo Tab M9 অ্যান্ড্রয়েড ১২-তে কাজ করে। এতে ১ বছরের অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং ৩ বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। ফলে, ইউজারদের কোনও সমস্যার মুখে পড়তে হবে না।
advertisement
4/7
ডিসপ্লের কথা বিশেষ করে না বললেই নয়, এর জন্যই তো ট্যাবলেট কেনা! Lenovo Tab M9-এ ৯ ইঞ্চি এইচডি (৮০০X১৩৪০ পিক্সেল) এলসিডি টিএফটি ডিসপ্লে পাবেন ইউজাররা, এর পিক ব্রাইটনেস ৪০০ নিটস। চোখেও চাপ পড়বে না, কেন না এতে রয়েছে টিইউভি রেনল্যান্ড আই কেয়ার সার্টিফিকেট।
advertisement
5/7
Lenovo Tab M9-এ অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর দেওয়া হয়েছে, এটি ৪ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র্যাম সাপোর্ট করে। এর ইনবিল্ট স্টোরেজ ৬৪ জিবি, যা এসডি কার্ডের সাহায্যে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
advertisement
6/7
২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার ক্যামেরা, ৫১০০এমএএইচ ব্যাটারি, ১৫ডব্লিউ ফাস্ট চার্জিং সাপোর্ট- ফিচার একেবারে খারাপও কিছু নয়। কানেকটিভিটির দিক থেকে রয়েছে ৪জি এলটিই, ওয়াই-ফাই ৮০২, ১১এসি, ব্লুটুথ ৫.১, একটা হেডফোন পোর্ট, ইউএসবি টাইপ সি পোর্ট।
advertisement
7/7
Lenovo Tab M9-এর দাম শুরু হচ্ছে ১২৯৯৯ টাকা থেকে। ব্লু আর গ্রে কালার ভ্যারিয়েন্টে ১ জুন, ২০২৩ তারিখ থেকে এটি অ্যামাজন, ফ্লিপকার্ট এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।