TRENDING:

বড় খবর, মোবাইল রিচার্জ-এর দাম কমছে! বছরের একেবারে শেষে সুখবর গ্রাহকদের জন্য

Last Updated:
Mobile recharge- পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ভারতে প্রায় ১৫ কোটি ২জি ইউজার রয়েছেন। তাঁদের কথা মাথায় রেখেই সোমবার টেলিকম কনজিউমার প্রোটেকশন (১২ তম সংশোধনী) রেগুলেশন ২০২৪ চালু করেছে ট্রাই।
advertisement
1/8
বড় খবর, মোবাইল রিচার্জ-এর দাম কমছে! বছরের একেবারে শেষে সুখবর গ্রাহকদের জন্য
স্মার্টফোন আর ইন্টারনেট যেন সমার্থক। ৪জি, ৫জি-এর যুগ। তবে এখনও অনেকেই আদ্যিকালের ২জি ফোন ব্যবহার করেন। কিন্তু সমস্যা হল, তাঁদেরও বাড়তি টাকা দিয়ে ইন্টারনেট সহ রিচার্জ প্ল্যান কিনতে হয়। কিন্তু ইন্টারনেট তাঁদের কোনও কাজেই লাগে না।
advertisement
2/8
পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ভারতে প্রায় ১৫ কোটি ২জি ইউজার রয়েছেন। তাঁদের কথা মাথায় রেখেই সোমবার টেলিকম কনজিউমার প্রোটেকশন (১২ তম সংশোধনী) রেগুলেশন ২০২৪ চালু করেছে ট্রাই। নির্দেশিকায় টেলিকম নীতিতে বেশ কিছু পরিবর্তনের উপর জোর দেওয়া হয়েছে।
advertisement
3/8
সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, অপারেটরদের ইন্টারনেট ছাড়া শুধুমাত্র ভয়েস কল এবং এসএমএসের রিচার্জ প্ল্যান চালু করতে বলেছে ট্রাই। সোজা কথায়, ইউজাররা যে পরিষেবা ব্যবহার করবেন, শুধু মাত্র তার জন্যই টাকা গুণবেন। ইন্টারনেটের জন্য বাড়তি টাকা দিতে হবে না।
advertisement
4/8
ইউজার প্রতিদিন কত জিবি ইন্টারনেট ব্যবহার করতে চান, তার উপরই রিচার্জ প্ল্যানের দাম ঠিক হয়। ১ জিবি, ১.৫ জিবি, ২ জিবি বা তার বেশি ডেটা ব্যবহারের প্ল্যান রয়েছে। সেই অনুযায়ী দামও ঠিক হয়। টেলিকম সংস্থাগুলি ডেটা, কলিং, এসএমএস, এমনকি ওটিটি সুবিধাসহ বান্ডেল প্ল্যান চালু করে ইউজার পিছু গড় আয় বাড়ানোর চেষ্টাও করে।
advertisement
5/8
টেলিকম রেগুলেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, গ্রাহকদের উপর সমীক্ষা চালিয়ে এবং স্টেকহোল্ডারদের ফিডব্যাকের ভিত্তিতে নতুন নিয়ম তৈরি করা হয়েছে। এর ফলে ইউজাররা আর্থিকভাবে উপকৃত হবেন। তাঁদের কষ্টের টাকা যথাযথভাবে কাজে লাগবে। জলে যাবে না।
advertisement
6/8
একইসঙ্গে টেলিকম সংস্থাগুলিকে স্পেশাল ট্যারিফ ভাউচারের মেয়াদ ৯০ দিন থেকে বাড়িয়ে ৩৬৫ দিন করার নির্দেশ দিয়েছে ট্রাই। এতেই গ্রাহকরা উপকৃত হবেন। টেলিকম সংস্থাগুলি বিশেষভাবে স্পেশাল ট্যারিফ ভাউচার প্ল্যান তৈরি করে। এগুলো সাধারণ প্ল্যানের তুলনায় সস্তা হয়। বিভিন্ন সুযোগ-সুবিধাও পান গ্রাহকরা।
advertisement
7/8
এছাড়াও টেলিকম অপারেটরদের বিভিন্ন মূল্যের টপ আপ ভাউচার চালু করার নির্দেশ দিয়েছে টেলিকম রেগুলেশন অথরিটি অফ ইন্ডিয়া। ভাউচারের দাম ন্যূনতম ১০ টাকা থেকে শুরু হতে হবে। এর ফলে স্বল্প মূল্যে প্ল্যান চালু রাখতে পারবেন ইউজাররা।
advertisement
8/8
এখানে বলে রাখা ভাল, বর্তমানে জিও-এর শুধুমাত্র ৪জি এবং ৫জি নেটওয়ার্ক চালু রয়েছে। এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো অপারেটররা এখনও ২জি নেটওয়ার্ক অফার করে। ফলে ট্রাই-এর নতুন নিয়মে তাদের উপর প্রভাব ফেলতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
বড় খবর, মোবাইল রিচার্জ-এর দাম কমছে! বছরের একেবারে শেষে সুখবর গ্রাহকদের জন্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল