TRENDING:

Laptop Battery Tips: ল্যাপটপ ব্যবহারের সময় এই ভুলগুলি করছেন না তো? তাহলে কিন্তু বেশিদিন টিকবে না কাজের এই যন্ত্রটি

Last Updated:
Laptop Tips: ল্যাপটপের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাওয়া একটি সাধারণ সমস্যা। তবে কিছু সহজ টিপস মেনে চললে এর সমাধান করা সম্ভব।
advertisement
1/11
দ্রুত শেষ হয়ে যাচ্ছে ল্যাপটপের ব্যাটারি? কী ভাবে দীর্ঘ ক্ষণ চালাবেন?
আজকাল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ল্যাপটপ। আসলে কাজ, পড়াশোনা এবং বিনোদনের মাধ্যম এটি। কিন্তু ব্যবহার করতে করতে ল্যাপটপে নানা রকম সমস্যা দেখা দিতে থাকে। তবে ল্যাপটপের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাওয়া অথবা দীর্ঘ সময় ধরে ব্যাকআপ না দেওয়াটাই এর সবথেকে বড় সমস্যা। এমন সমস্যা হলে ব্যবহারকারীরা মনে করেন যে, তাঁরা হয়তো কোনও ভাল কোম্পানির ল্যাপটপ কেনেননি। আসলে ব্যাটারির আয়ু কেবল কোম্পানির উপর নির্ভর করে না। কারণ ব্যবহারকারী কীভাবে ল্যাপটপটি ব্যবহার করছেন, সেটার উপরেও নির্ভর করে। আজকের প্রতিবেদনে সঠিক উপায়ে ল্যাপটপ ব্যবহারের পদ্ধতি আলোচনা করে নেওয়া যাক।
advertisement
2/11
ব্যাটারি অতিরিক্ত চার্জ নয়: ল্যাপটপ ক্রমাগত চার্জ করলে ব্যাটারির ক্ষতি হতে পারে। ব্যাটারির চার্জ ২০ শতাংশের নীচে যেন না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে ৮০-৯০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে গেলে চার্জারটি খুলে ফেলতে হবে।
advertisement
3/11
আসল চার্জারের ব্যবহার: ব্যাটারির আয়ু এবং স্বাস্থ্য বজায় রাখার জন্য সর্বদা কোম্পানির দেওয়া আসল চার্জার ব্যবহার করতে হবে। কারণ লোকাল চার্জারগুলি ভুলভাল ভোল্টেজ দিয়ে ব্যাটারির ক্ষতি করে দিতে পারে।
advertisement
4/11
তাপ থেকে রক্ষা: ব্যাটারির সবচেয়ে বড় শত্রু হল তাপ। সব সময় সমতল বা ফ্ল্যাট এবং হার্ড সারফেসের উপর ব্যবহার করতে হবে, যাতে বায়ু চলাচল সঠিক ভাবে হয়। অন্যদিকে বিছানা বা কম্বলের উপর রেখে এটি ব্যবহার করলে এর তাপ বৃদ্ধি পেতে পারে।
advertisement
5/11
পাওয়ার সেটিংসের সঠিক ব্যবহার: ল্যাপটপে পাওয়ার সেভার মোড বা ব্যাটারি সেভার মোড চালু করে রাখতে হবে। এতে ব্যাটারির উপর লোড বা চাপ কমবে এবং আরও ব্যাকআপ পাওয়া যাবে।
advertisement
6/11
বন্ধ করতে হবে ব্যাকগ্রাউন্ড অ্যাপ: কখনও কখনও কিছু অপ্রয়োজনীয় অ্যাপ এবং সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ফলে ব্যাটারির চার্জ শেষ হয়ে যেতে থাকে। টাস্ক ম্যানেজারে এগুলো বন্ধ করে রাখলে ব্যাটারির আয়ু আরও বৃদ্ধি পায়।
advertisement
7/11
স্ক্রিনের ব্রাইটনেস হ্রাস: ল্যাপটপ স্ক্রিনের ব্রাইটনেস যত বেশি হবে, ব্যাটারি তত দ্রুত ডিসচার্জ হয়ে যাবে। নিজের প্রয়োজন অনুযায়ী ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে হবে।
advertisement
8/11
ওয়াই-ফাই এবং ব্লুটুথ বন্ধ রাখা: যখন প্রয়োজন নেই, তখন ওয়াই-ফাই এবং ব্লুটুথ বন্ধ রাখতে হবে। এগুলি অনবরত ব্যাটারি পাওয়ার ব্যবহার করে চলে।
advertisement
9/11
ব্যাটারি ডিপ ডিসচার্জ নয়:  ল্যাপটপের ব্যাটারি বারবার ০ শতাংশ ডিসচার্জ করে দিলে ব্যাটারি লাইফ কমে যায়। ব্যাটারির চার্জ ২০-৩০ শতাংশ হয়ে যাওয়ার আগেই তা চার্জ করার চেষ্টা করতে হবে।
advertisement
10/11
ব্যাটারি ক্যালিব্রেশন: কয়েক মাস অন্তর ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে হবে এবং তারপর সম্পূর্ণ রূপে তা ডিসচার্জ করতে হবে। আসলে এটি ব্যাটারি সেন্সর সঠিক ডেটা প্রদর্শন করছে এবং ব্যাটারির স্বাস্থ্য বজায় রাখছে কি না, সেই বিষয়ে সীলমোহর দেয়।
advertisement
11/11
সফটওয়্যার এবং ড্রাইভার আপডেটেড রাখা: ল্যাপটপের অপারেটিং সিস্টেম এবং ড্রাইভার আপডেট করে রাখলে ব্যাটারির ইউসেজ আরও ভাল হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Laptop Battery Tips: ল্যাপটপ ব্যবহারের সময় এই ভুলগুলি করছেন না তো? তাহলে কিন্তু বেশিদিন টিকবে না কাজের এই যন্ত্রটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল