How To Clean Your Laptop: আপনার ল্যাপটপ বাড়ির টয়লেটের কমোডের থেকেও নোংরা, পরিষ্কার করুন এইভাবে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Laptop Cleaning Tips: ল্যাপটপ পরিষ্কার করার সময় জল একেবারেই ব্যবহার করা চলবে না। রইল ল্যাপটপের স্ক্রিন এবং কি-বোর্ড পরিষ্কার করার সঠিক উপায়
advertisement
1/6

আজকাল কম বেশি সবাই আমরা ল্যাপটপ ব্যবহার করে থাকি। কিন্তু সবারই একই সমস্যা দেখা যায় যেটা সেটা হলো খুব দ্রুত ল্যাপটপ নষ্ট হয়ে যাওয়া আর তার জন্য আমরা দায়ী করে থাকি ল্যাপটপের ব্র্যান্ডকে। অনেক সময় নিজের ভাগ্যকেও দোষারোপ করতে ছাড়িনা। নিজেকে যাতে আর দোষ দিতে না হয় তাই আপনাদের সুবিধার্থে নীচে ল্যাপটপের যত্ন নেয়ার কিছু টিপস।
advertisement
2/6
এ প্রসঙ্গে হার্ডওয়ার ইঞ্জিনিয়ার গৌতম ভট্টাচার্য তিনি জানান ল্যাপটপের ধারে কাছে কখনো তরল কিছু রাখবেন না। যেমন- চা, কফি, দুধ, শরবত, লবণ জল ইত্যাদি। গরম চা, কফি যাই খান না কেন তা ল্যাপটপ থেকে দূরে রাখুন আর নিতান্তই যদি রাখার প্রয়োজন পড়ে তবে ঢেকে রাখুন যাতে গরম ভাপ ল্যাপটপের কাছে না পৌঁছে।
advertisement
3/6
সব সময় ল্যাপটপে এ্যান্টিভাইরাস রাখবেন। মনে রাখবেন, ভাইরাস থেকে আপনার ল্যাপটপ কখনই নিরাপদ না আর তাই ভালো মানের যেকোনো এ্যান্টিভাইরাস যেমন ক্যাস্পারাস্কি, নরটন, আভাইরা ইত্যাদি এ্যান্টিভাইরাস ল্যাপটপে ইনস্টল করে নিন।
advertisement
4/6
যখন আপনি ল্যাপটপ বন্ধ করবেন তখন লক্ষ্য রাখবেন যেন কোন ক্ষুদ্র জিনিসও ল্যাপটপের উপর না থাকে। যেমন কলম, পেন্সিল ইত্যাদি। দুই হাত দিয়ে ধরে ঢাকনা দিয়ে ঢাকুন। এক হাত দিয়ে ধরলে ল্যাপটপের উপর চাপ পড়ে। কখনও ল্যাপটপ সরানোর প্রয়োজন হলে ল্যাপটপের মনিটর ধরে কোনদিন তা উঠাবেন না। এতে মনিটরের ডিসপ্লে নষ্ট হতে পারে।
advertisement
5/6
কখনও ল্যাপটপের উপর খাবার রেখে খাবেন না। এতে খাবারের ছোট দানা আপনার কী-বোর্ডে অনেক সময় ঢুকে গিয়ে ধীরে ধীরে কী-বোর্ডের বাটন নষ্ট করে দিতে পারে। ল্যাপটপ ব্যবহার করার সময় হাত যেন পরিষ্কার থাকে সেদিকে লক্ষ্য রাখুন।
advertisement
6/6
ল্যাপটপ সব সময় একটি সমান্তরাল ও পরিষ্কার জায়গার উপর রেখে কাজ করবেন। মাঝে মাঝে পুরাতন টুথব্রাশ দিয়ে কী-বোর্ড ও অন্যান্য পার্টস পরিষ্কার করুন।কষ্টের টাকায় কেনা ল্যাপটপ যদি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাহলে সত্যি অনেক কষ্ট হয়। কিন্তু উপরোক্ত নিয়ম মেনে চললে ল্যাপটপ ভালো রাখতে পারেন অনেকদিন