TRENDING:

গরম তো পড়েই গেল! AC কেনার কথা ভাবছেন? কিন্তু তার আগে জেনে নিতে হবে ‘টন’-এর হিসেবটা

Last Updated:
What does ton mean in Air Conditioning: কত টনের এসি ঘরের জন্য আদর্শ। অনেকেই বিষয়টা সে-ভাবে বুঝে উঠতে পারেন না। স্টোরে এসি কিনতে গেলে বিক্রেতারা সাধারণত গ্রাহকের কাছে যে ঘরে এসি বসবে, সেই ঘরের আকার-আয়তন জিজ্ঞেস করে থাকেন। সেটা জেনে নিয়ে তবেই কত টন এসি কেনা উচিত, সেই বিষয়ে পরামর্শ দেন তাঁরা।
advertisement
1/5
গরম তো পড়েই গেল! এসি কেনার কথা ভাবছেন? তার আগে জানতে হবে ‘টন’-এর হিসেবটা
গ্রীষ্মের মরশুম প্রায় এসে গিয়েছেই বলা চলে। ফলে অনেকেই এখন এসি বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র কেনার পরিকল্পনা করছেন। কিন্তু এসি কিনতে গেলে একটা বিষয় জানা খুবই প্রয়োজন। আর সেটা হল - কত টনের এসি ঘরের জন্য আদর্শ। অনেকেই বিষয়টা সে-ভাবে বুঝে উঠতে পারেন না। স্টোরে এসি কিনতে গেলে বিক্রেতারা সাধারণত গ্রাহকের কাছে যে ঘরে এসি বসবে, সেই ঘরের আকার-আয়তন জিজ্ঞেস করে থাকেন। সেটা জেনে নিয়ে তবেই কত টন এসি কেনা উচিত, সেই বিষয়ে পরামর্শ দেন তাঁরা।
advertisement
2/5
কিন্তু এসি-র এই টনের হিসেবটা ঠিক কী? আসলে অধিকাংশ মানুষেরই ধারণা, এসি-র টন হয়তো ওজন বিষয়ক কোনও একক অথবা মাপকাঠি। তবে বিষয়টা আদতে তা নয়। তাই জেনে নেওয়া যাক, এসি-র ক্ষেত্রে টনের হিসেবটা।
advertisement
3/5
আদতে টন হল এমন এক একক, যা আমাদের ঘরের আকার-আয়তন এবং অন্যান্য বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটির কুলিং ক্যাপাসিটি পরিমাপ করতে ব্যবহৃত হয়। এখন নিশ্চয়ই মনে হচ্ছে যে, টন নির্ণয় করার জন্য কুলিং ক্যাপাসিটি কীভাবে গণনা করা হয়?
advertisement
4/5
আসলে এর গণনা প্রতি ঘণ্টা হিসেবে ব্রিটিশ থার্মাল ইউনিটের মাধ্যমে করা হয়, যা সাধারণত BTU/hr হিসাবে উপস্থাপিত হয়। এয়ার কন্ডিশনারের জন্য BTU রেঞ্জ ৫০০০ BTU থেকে ২৪০০০ BTU পর্যন্ত হয়। আর ১২০০০ BTU হল ১ টনের সমতুল্য।
advertisement
5/5
BTU হল মান পরিমাপের একক। আর আন্তর্জাতিক ভাবে স্বীকৃত মান অনুযায়ী, আমাদের ঘরের প্রতি বর্গফুটের জন্য প্রতি ঘণ্টায় ২০ BTU প্রয়োজন। এই হিসেবে অনুমান করা যায় যে, BTU/hr-এর মান যত বেশি হবে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রও তত শক্তিশালী হবে। তবে এর অর্থ এই নয় যে, সব সময় বেশি দামের এসি-ই কিনলেই দারুণ লাভ হবে। আসলে এসি কেনার আগে গ্রাহককে নিজের ঘরের আকার-আয়তন মেপে নিতে হবে। না হলে এসি-র এনার্জি অথবা ব্যয় কোনওটাই কার্যকর হবে না।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
গরম তো পড়েই গেল! AC কেনার কথা ভাবছেন? কিন্তু তার আগে জেনে নিতে হবে ‘টন’-এর হিসেবটা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল