Knowledge Story: মেসেজ তো আমরা সকলেই করি! কিন্তু বিশ্বের প্রথম SMS-টি কী? সময় থাকতে জেনে নিন এখনই
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Knowledge Story: ইন্টারনেট পরিষেবা সহজলভ্য হওয়ার জেরে মেসেজ পরিষেবার অনেক ভোলবদলও হয়েছে
advertisement
1/10

মেসেজ করার সঙ্গে আমরা সকলেই সুপরিচিত। হোয়াটসঅ্যাপ, ফেসবুকের যুগে এখন ফোনের মেসেজ আগের মতো ওতোটা চল নেই ঠিকই। কিন্তু আজ থেকে বছর ১৫ আগেও এর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। (প্রতীকী ছবি)
advertisement
2/10
ইন্টারনেট পরিষেবা সহজলভ্য হওয়ার জেরে মেসেজ পরিষেবার অনেক ভোলবদলও হয়েছে। আগে যা ফোনে মেসেজ পাঠানো হত, এখন আমরা নেটের সাহায্যে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক কিংবা ইনস্টা সহ বাকি অ্যাপগুলির সাহায্যেই বার্তা পাঠাতে পারি। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
3/10
কিন্তু কেউ কি কখনও ভেবে দেখেছেন, মেসেজ করার বিষয়টি তো আমরা সকলেই জানি। কিন্তু বিশ্বে এই মেসেজ পরিষেবা শুরু হয়েছিল কীভাবে? কে প্রথম মেসেজটি করেছিলেন?(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
4/10
আজ থেকে ৩১ বছর আগে একজন ব্রিটিশ সফটওয়্যার বিশেষজ্ঞ নীল প্যাপওয়ার্থ (Neil Papworth) প্রথম মেসেজটি পাঠিয়েছিলেন। কিন্তু তিনি সেই সময় ভাবতেও পারেননি যে এই মেসেজ তাঁর জীবনই বদলে দিতে চলেছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
5/10
নীল প্যাপওয়ার্থ ১৯৯২ সালের ৩রা ডিসেম্বর নিজের সহকর্মী রিচার্ড জারভিসকে প্রথম মেসেজটি করেছিলেন। সেই মেসেজে লেখা ছিল 'মেরি ক্রিসমাস'।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
6/10
জানা গিয়েছে, সেই সময়ের একটি কম্পিউটার থেকে নীল এই মেসেজটি পাঠিয়েছিলেন। ভোডাফোন সংস্থার নেটওয়ার্ক ব্যবহার করে এই মেসেজটি পাঠানো হয়েছিল।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
7/10
তারপরেই সেই খবর দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে থাকে। সেই সঙ্গে পাল্লা দিয়ে এর জনপ্রিয়তাও বাড়তে থাকে।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
8/10
বিষয়টি নিয়ে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নীল প্যাপওয়ার্থ বলেন, "১৯৯২ সালে, আমার ধারণা ছিল না যে টেক্সটিং এত জনপ্রিয় হয়ে উঠবে এবং এটি লক্ষ লক্ষ লোকের দ্বারা ব্যবহৃত ইমোজি এবং বিভিন্ন মেসেজিং অ্যাপের জন্ম দেবে।"(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
9/10
ব্রিটিশ টেলিকম কোম্পানি ভোডাফোন ২০২১ সালে ওই মেসেজটিকে এনএফটি হিসেবে নিলাম করেছিল। সেই সময়ে এর প্রচুর দর উঠেছিল।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
10/10
শেষ পাওয়া খবর অনুযায়ী, ভারতীয় মূল্যে ৯১ লাখ টাকায় ওই মেসেজটি নিলাম হয়েছিল। সামান্য একটা মেসেজ পাঠানো নিয়ে এখন গোটা বিশ্বেই ছড়িয়ে রয়েছে নীল প্যাপওয়ার্থের নাম।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)