বাড়ি থেকে বেরিয়ে যেখানে যাচ্ছেন সেখানেই বায়ু কতটা ক্ষতিকারক, জেনে নিন ঘরে বসেই
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
জেনে নিন যেখানে যাচ্ছেন সেখানে গেলে আপনার মূল্যবান ফুসফুসের কতটা ক্ষতি হতে পারে৷
advertisement
1/4

সকালে উঠেই শরীর চর্চা করতে ময়দানে যান? রাস্তায় হাঁটতে বেরোন? অফিস থেকে ফিরে ইভনিং ওয়াকের অভ্যাস আছে? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে বাতাসে ভাসমান ধূলিকণার মাত্রা দেখে বাইরে বেরোন। আর কোথায় কত পরিমাণ দূষণ রয়েছে তা মাপার জন্যে নয়া ডিভাইস আনা হল। বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় cleair নামে এই ডিভাইস বানিয়েছে। কলকাতার একটি সংস্থা। Photo- Representative
advertisement
2/4
এই ডিভাইসের মাধ্যমে ৩৬৫ দিন ২৪ ঘন্টা শহরের বিভিন্ন প্রান্তের দূষণের প্রকৃত মাপ পাওয়া যাবে। কি এই Cleair ডিভাইস? এটা একধরনের গম্বুজাকৃতি ডিভাইস। যার মধ্যে বিশেষ এক ধরণের সেন্সর বসানো আছে। যা বাতাসে ভাসমান ধূলিকণা থেকে দূষণের মাত্রা বুঝতে পারবে। বাতাসে ভাসমান দু'রকমের ধূলিকণা পিএম ২.৫ ও পিএম ১০ ধরা পড়বে এই ডিভাইসে। ডিভাইসের সাথে বসানো আছে একটি সিম কার্ড। যার মাধ্যমে প্রাপ্ত ডেটা চলে আসবে cleair সার্ভারে। বানানো হচ্ছে অ্যাপ। সেই অ্যাপ ইনস্টল করলেই সমস্ত তথ্য পেয়ে যাবেন আপনি।
advertisement
3/4
আপাতত শহরের একাধিক জায়গায় ল্যাম্প পোস্টের ওপরে বসানো হয়েছে এই ডিভাইস। সোলার ও ব্যাটারি দুটি মাধ্যমেই চার্জ করা যাচ্ছে এই ডিভাইস। এই ডিভাইস প্রস্তুতকারক টিমের অন্যতম সিদ্ধার্থ নোবেল জানাচ্ছেন, এই ডিভাইস থেকে নিখুঁত তথ্য পাওয়া সম্ভব। একটি ডিভাইস সমস্ত ধরণের তাপমাত্রা সহন করতে পারে। প্রায় ২ বছর এটি চলবে। দাম ২০ হাজার টাকা। সংস্থা সূত্রে খবর, কলকাতা শহরের ২০ টি জায়গায় যদি এই ডিভাইস বসানো যায় তাহলে সব তথ্য চলে আসবে।Photo- Representative
advertisement
4/4
আপাতত এই ডিভাইস মারফত যে তথ্য আসছে তাতে উল্লেখ রয়েছে তপসিয়া ও একবালপুর সবচেয়ে বেশি করে দূষণ আক্রান্ত। ডেটা অ্যানালিসিস করে জানা যাচ্ছে যে সব জায়গায় ইস্ত্রি দোকান বা রুটি, তন্দুরির দোকান আছে সেখান থেকেই বেশি দূষণ ছড়াচ্ছে। তবে সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় কোথায় কতটা দূষণ। তাই সাধারণ মানুষকে সচেতন করতে cleair সাহায্য দেওয়া হবে সকলকে। গোটা দেশ জুড়েই এই ডিভাইস বসানো হচ্ছে। Input- ABIR GHOSHAL