এসি লাগবে না! এই ফ্যান চললে গরমে শান্তি! ইলেকট্রিক বিল আসবে কম, ডাবল ফায়দা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
BLDC হল এক ধরণের বিশেষ মোটর। এই বিশেষ ফ্যান চলে ডিসি কারেন্টে। বিএলডিসি ফ্যানের ভিতরে একটি ইলেকট্রনিক সার্কিট আছে থাকে। সেটি এসি কারেন্টকে ডিসি-তে রূপান্তরিত করে।
advertisement
1/8

একেবার নিঃশব্দে চলে এই ফ্যান। একেবারে আওয়াজ হয় না। আবার ইলেকট্রিক বিল সাশ্রয়েও এই ফ্যানের জুড়ি নেই। তা হলে ভবিষ্যতে বাজারে কি শুধু এই ফ্য়ান-এরই দেখা মিলবে!
advertisement
2/8
২০২৪ সালের গ্রীষ্মকাল অনেকেরই বহু বছর মনে থাকবে। প্রবল দাবদাহে জীবন ওষ্ঠাগত হয়েছিল সকলের। তার মধ্যে এসি-র বিল দিতে গিয়ে নাজেহাল অবস্থা। ২০২৫ সালেও নাকি রেকর্ড গরম পড়বে! এদিকে অনেকেরই এসি কেনার সামর্থ থাকে না। তবে গরম থেকে বাঁচাতে পারে এই ফ্যান।
advertisement
3/8
এবার বাজারে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে BLDC ফ্যানের। বিএলডিসি ফ্যান এবং সাধারণ ফ্যানের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। যেগুলি জেনে রাখা দরকার। অনেকে বলছেন, ভবিষ্যতে বেশিরভাগ বাড়িতে থাকবে এই ফ্যান!
advertisement
4/8
BLDC হল এক ধরণের বিশেষ মোটর। এই বিশেষ ফ্যান চলে ডিসি কারেন্টে। বিএলডিসি ফ্যানের ভিতরে একটি ইলেকট্রনিক সার্কিট আছে থাকে। সেটি এসি কারেন্টকে ডিসি-তে রূপান্তরিত করে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রাহকদের অনেক দিকে লাভ হয়।
advertisement
5/8
সাধারণ সিলিং ফ্যান-এর থেকে এই ফ্যানে ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হতে পারে। এমনকী এই ফ্যান চললে আওয়াজ হওয়ারও কোনও ব্যাপার নেই। ফলে ফ্যান চললে ঘুমের ব্যাঘাত হওয়ার কোনও প্রশ্ন নেই।
advertisement
6/8
সাধারণ সিলিং ফ্যানে ৭০ থেকে ৯০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ হতে পারে। সেখানে বিএলডিসি ফ্যানে বিদ্যুথ খরচ হতে পারে ২৫ থেকে ৪০ ওয়াট। ফলে বুঝতেই পারছেন, ইলেকট্রিক বিলে কতটা সাশ্রয় হতে পারে!
advertisement
7/8
ওয়াইফাই, অ্যালেক্সা, গুগল ভয়েস সাপোর্ট- এমন অত্যাধুনিক প্রযুক্তির সাপোর্ট পাবেন এই ফ্যানে। রিমোট কন্ট্রোল, স্পিড রেগুলেশন, স্মার্ট কানেক্টিভিটি আপনার কাজ কমিয়ে দেবে অনেকটাই।
advertisement
8/8
আপাতত এই ফ্যানের দাম বাজারে সাধারণ ফ্য়ানের থেকে অনেকটাই বেশি। তবে ভবিষ্যতে এই ফ্যান বাজার দখল করবে বলে মনে করা হচ্ছে। চাহিদা বাড়লে দাম অনেকটা কমতে পারে।