কেন বেশি আসছে 'ইলেকট্রিক বিল'? যে কারণে বেশি টাকা দিতে হচ্ছে আপনাকে...! বুঝে নিন প্রবল গরমের আগে
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Electricity Bill: শীতকালে বিদ্যুৎ বিল বেশি হলে গরমকালে তা আরও বাড়তে পারে। বিদ্যুৎ বিল কমানোর উপায় জানুন। জলের মতো সহজ!
advertisement
1/9

শীতকালে বিদ্যুৎ বিল বেশি হলে গরমকালে তা আরও বাড়তে পারে। তাহলে কীভাবে এই সমস্যা এড়ানো যায়? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
advertisement
2/9
যদি শীতকালে আপনার বিদ্যুৎ বিল হাজার হাজার টাকায় পৌঁছে যায়, তাহলে গরমকালে সেটা কত হবে, তা ভেবেই দুশ্চিন্তা হচ্ছে? বিদ্যুৎ বিল যদি বেড়ে যায়, তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার যা আপনাকে এই খরচ কমাতে সাহায্য করবে। এই নিয়ম মেনে চললে বিদ্যুৎ বিল প্রায় ৫০% পর্যন্ত কমানো সম্ভব।
advertisement
3/9
বিদ্যুৎ বিল বেশি হওয়ার কারণ--- গত কয়েক মাস লক্ষ্য করলে দেখা যাবে, শীতের তুলনায় গরমের সময়ে বিদ্যুৎ বিল বেশি আসে। কারণ গ্রীষ্মকালে এসি, কুলার, ফ্যান বেশি ব্যবহার হয় এবং ফ্রিজের ব্যবহারও বেড়ে যায়। এই কারণে স্বাভাবিকভাবেই বিদ্যুৎ বিল বাড়ে।
advertisement
4/9
বিদ্যুৎ বিল কমানোর উপায় ১. **৫-স্টার রেটিংযুক্ত ইলেকট্রনিকস ব্যবহার করুন** আপনার বাড়িতে যদি নতুন কোনও বৈদ্যুতিক যন্ত্র কেনার প্রয়োজন হয়, তাহলে ৫-স্টার রেটিংযুক্ত পণ্য কেনার চেষ্টা করুন। এই ধরনের যন্ত্র কম বিদ্যুৎ খরচ করে, ফলে আপনার বিলও কমবে।
advertisement
5/9
২. **এলইডি বাল্ব ব্যবহার করুন** ঘরে এলইডি বাল্ব লাগান। এগুলো সাধারণ টিউবলাইট বা অন্যান্য বাল্বের তুলনায় অনেক কম বিদ্যুৎ খরচ করে।
advertisement
6/9
3. **প্রাকৃতিক আলো ব্যবহার করুন** বাড়ির ভিতরে যতটা সম্ভব প্রাকৃতিক আলো প্রবেশ করান। এতে বিদ্যুৎ বাঁচবে এবং দিনের বেলা বাড়তি লাইট চালানোর প্রয়োজন হবে না।
advertisement
7/9
4. **ইলেকট্রনিক ডিভাইস চার্জ করার সময় সতর্ক থাকুন** মোবাইল বা ল্যাপটপ চার্জ হয়ে গেলে তা প্লাগ থেকে খুলে ফেলুন। অতিরিক্ত চার্জে রাখলে শুধু বিদ্যুৎ নষ্ট হয় না, ব্যাটারিরও ক্ষতি হয়।
advertisement
8/9
5. **নিয়মিত সার্ভিস করান** গরম পড়ার আগেই এসির সার্ভিস করিয়ে নিন। ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হলে যন্ত্রপাতি কম বিদ্যুৎ খরচ করে এবং দীর্ঘদিন ভালো থাকে।
advertisement
9/9
এই সাধারণ অভ্যাসগুলো রপ্ত করলে বিদ্যুৎ বিল অনেকটাই কমিয়ে আনা সম্ভব। ছোট ছোট পরিবর্তনের মাধ্যমেই বাড়ির বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করা যাবে।