Fridge Hack: ডিপ ফ্রিজে জমে বরফের পাহাড়! বারবার কেন হয় এই সমস্যা? ৫ মিনিটে গলবে কীভাবে? জেনে নিন সহজ টোটকা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
kitchen Hacks: অনেক সময়ই দেখা যায় ডিপ ফ্রিজে জমে রয়েছে প্রচুর বরফ। ফলে ডিপ ফ্রিজে অন্য কোনও খাবার রাখার জায়গাই নেই। প্রায়শই এই সমস্যায় পড়েন বহু ফ্রিজ ব্যবহারকারী।
advertisement
1/10

একগাদা বরফ জমে ডিপ ফ্রিজ খোলাই দায়। কিছু রাখা তো দূর অস্ত। এই চেনা সমস্যায় পড়তে হয় বেশিরভাগ পরিবারকেই। কিন্তু জানেন কী ফ্রিজের কোন সমস্যার কারণে অতিরিক্ত বরফ জমতে থাকে ফ্রিজে? খুব সহজে কীভাবে মিলবে মুক্তি?
advertisement
2/10
অনেক সময়ই দেখা যায় ডিপ ফ্রিজে জমে রয়েছে প্রচুর বরফ। ফলে ডিপ ফ্রিজে অন্য কোনও খাবার রাখার জায়গাই নেই। প্রায়শই এই সমস্যায় পড়েন বহু ফ্রিজ ব্যবহারকারী।
advertisement
3/10
এই বরফের পাহাড়কে পরিষ্কার করাও মুখের কথা নয়। সহজে কিছুতেই যেতে চায় না। অনেকখানি সময় লাগে। অনেকে ভাবেন এটা বোধহয় খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আসলে ফ্রিজের বিভিন্ন সমস্যার কারণে বারবার হতে পারে এমন কাণ্ড।
advertisement
4/10
ফ্রিজের জল পরিষ্কার করার ফিল্টারটি ভেঙে গেলে হতে পারে এমন কাণ্ড। এক্ষেত্রে তৈরি হতে পারে অতিরিক্ত বরফ। এই সমস্যার সমাধান হল জলের ফিল্টার প্রতিস্থাপন করা।
advertisement
5/10
সিঙ্গেল ডোর ফ্রিজ হলে, ফ্রিজের ডোরেও থাকতে পারে সমস্যা। যাদের বাড়িতে একটি দরজাবিশিষ্ট্য ফ্রিজ আছে তারা প্রায়ই এই সমস্যার সম্মুখীন হন। যতবারই ডিপ ফ্রিজার পরিষ্কার করুন না কেন, ফ্রিজারটি বরফের পাহাড়ের মতো ভরে যাবে।
advertisement
6/10
ফ্রিজের দরজা বা ফ্রিজ ডোরের গ্যাসকেট নষ্ট হলে এই সমস্যা দেখা দেয়। অর্থাত্ ফ্রিজে বাতাস ঢুকে যায়। যার ফলে অতিরিক্ত বরফ জমতে শুরু করে।
advertisement
7/10
তাই যদি দরজা বা গ্যাসকেট একটু ভেঙে যায় বা সেটি কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে সমাধান একটিই, গাসকেটটি নতুনভাবে প্রতিস্থাপন করতে হবে।
advertisement
8/10
অনেক ক্ষেত্রে আবার ইভাপোরেটর কয়েল নষ্ট হলে এই সমস্যা হয়। এই কয়েল ফ্রিজ থেকে অতিরিক্ত জল অপসারণের জন্য দায়ী। এক্ষেত্রে কয়েল নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করলে এই সমস্যা হয় না।
advertisement
9/10
ফ্রিজে জমে থাকা এই বরফের পাহাড় সহজে গলানোর জন্য প্রথমে রেফ্রিজারেটর বন্ধ করুন। যাতে নতুন বরফ না জমতে পারে।
advertisement
10/10
এবার একটি পাত্রে হালকা গরম জল নিয়ে বরফের উপর স্প্রে করুন। খুব তাড়াতাড়ি গলে যাবে বরফ। তবে এই প্রক্রিয়ার সময় খোলা রাখবেন ফ্রিজের দরজা।