TRENDING:

Keyboard Shorcuts: কম্পিউটারের কাজ হবে আরও তাড়াতাড়ি! জেনে রাখুন এই পাঁচটি শর্টকাট

Last Updated:
Keyboard Shorcuts: কোনও উইন্ডো মিনিমাইজ করার প্রয়োজন হলে মোটেও মাউসে ক্লিক করার প্রয়োজন নেই। বরং খুব সহজেই সেকাজ করে দিতে পারে মাত্র দু’টি ‘কি’
advertisement
1/7
কম্পিউটারের কাজ হবে আরও তাড়াতাড়ি! জেনে রাখুন এই পাঁচটি শর্টকাট
কম্পিউটারের আসল ব্যবহারিক জায়গা হল ‘কি-বোর্ড’। আর এই কি-বোর্ড ব্যবহার করতে গেলে কিছু শর্টকাট জানতেই হয়। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কম্পিউটারও উন্নত হয়েছে। কিন্তু কি-বোর্ডের কোনও পরিবর্তন এখনও হয়নি তেমন। কাজের সুবিধার জন্য কিছু শর্টকাট ব্যবহার করা যায় এই কি-বোর্ড থেকে।
advertisement
2/7
এতে অনেক কম সময়ে অনেক বেশি কাজ সেরে ফেলা সম্ভব হয়। কিছু শর্টকাট সকলেই জানেন, যেমন-- Ctrl + C বা Ctrl + V ব্যবহার করে কপি-পেস্ট করা যায়। কিন্তু এর পাশাপাশি আরও অনেক রকম শর্টকাট তৈরি করে নেওয়া যায়। যা সময় বাঁচাতে পারে। দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
3/7
Windows Key + D Letter Key / Windows Key + M Letter Key: কোনও উইন্ডো খুলে রেখে কাজ করতে করতে হঠাৎ তা মিনিমাইজ করার প্রয়োজন হলে মোটেও মাউসে ক্লিক করার প্রয়োজন নেই। বরং খুব সহজেই সেকাজ করে দিতে পারে মাত্র দু’টি ‘কি’।
advertisement
4/7
এজন্য একই সঙ্গে চাপতে হবে Windows Key + D Letter Key অথবা Windows Key + M Letter Key। সঙ্গে সঙ্গেই দেখা যায় পিসি বা ল্যাপটপের উইন্ডো মিনিমাইজ হয়ে গেছে। একসঙ্গে সমস্ত উইন্ডো বন্ধ করে দিতে পারে এটি।
advertisement
5/7
Windows Key + E Letter Key: নিমেষে My Computer খুলতে চাইলে ব্যবহার করা যেতে পারে একটি শর্টকাট— Windows Key + E Letter Key। এই দু’টি ‘কি’ একসঙ্গে চাপলেই খুলে যাবে কম্পিউটার। যেখান থেকে খুব সহজে বের করে নিতে পারা যাবে নিজের পিসি বা ল্যাপটপের যেকোনও ফাইল, ফোল্ডার বা অ্যাপ্লিকেশন।
advertisement
6/7
Windows Key + L Letter Key: কোনও উইন্ডোতে লগ-ইন করা থাকলে অনেক সময়ই আবার লগ আউট করে বেরিয়ে অন্য ব্যবহারকারী হিসেবে লগ-ইন করতে হবে। কিন্তু Windows Key + L Letter Key দু’টি একসঙ্গে চেপে শর্টকাট করতে পারলে স্ক্রিনে স্যুইচ করার সুযোগ পাওয়া যায়। তখন অন্য ব্যবহারকারীর হিসেব লগ-ইন করা যায়।
advertisement
7/7
Windows Key + R Letter Key: এই দুটি ‘কি’ একসঙ্গে চাপলে সরাসরি 'Run' ডায়ালগ বাক্সে চলে যাওয়া যাবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Keyboard Shorcuts: কম্পিউটারের কাজ হবে আরও তাড়াতাড়ি! জেনে রাখুন এই পাঁচটি শর্টকাট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল