করবা চৌথে স্ত্রীকে দেওয়ার জন্য সেরা উপহার, সবথেকে ভাল সেলফি ক্যামেরাওয়ালা এই স্মার্টফোনগুলি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
সবথেকে ভাল সেলফি ক্যামেরাওয়ালা স্মার্টফোনগুলি, দেখে নিন
advertisement
1/6

আগামিকাল, ৪ নভেম্বর দেশের বিভিন্ন রাজ্যে পালিত হবে করবা চৌথ। বিবাহিত মহিলাদের এই ধর্মীয় উত্সব বাঙালি সমাজে খুব একটা প্রচলিত না হলেও পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এহং হিমাচল প্রদেশের মতো রাজ্যে করবা চৌথ অত্যন্ত জনপ্রিয় একটি প্রথা। স্বামীর মঙ্গলকামনায় সারাদিন স্ত্রী নির্জলা উপবাস রাখেন। কার্তিক মাসের পূর্ণিমার পরে চতুর্থ দিনে উদযাপিত হয় করবা চওথ। এদিন স্বামীরাও স্ত্রীর প্রতি তাঁর ভালোবাসা বোঝাতে তাঁকে কোনও বিশেষ উপহার দিয়ে থাকেন।
advertisement
2/6
Vivo V20-এর দাম শুরু ২৪,৯৯০ টাকা থেকে। এতে রয়েছে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার AMOLED ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য এতে আছে ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ৪৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ফোনটিতে পাবেন ৪,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট।
advertisement
3/6
Samsung Galaxy F41-এর দাম শুরু ১৬,৯৯৯ টাকা থেকে। এতে রয়েছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস sAMOLED ডিসপ্লে ।এর ডিসপ্লে ডিজাইন ইনফিনিটি ইউ, যাকে সাধারণ ভাবে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে বলা হয়। ছবি তোলার জন্য এতে রয়েছে তিনটি ক্যামেরা । যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। এছাড়াও আছে ৫ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। সেলফির জন্য এই ফোনের সামনে আছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। পাওয়ারের জন্য এতে রয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি।
advertisement
4/6
Realme 7 Pro-এর দাম শুরু ১৯,৯৯৯ টাকা থেকে। এতে রয়েছে ৬.৪ ইঞ্চি সুপার এমোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর, সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম (LPDDR4x) এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। ছবি তোলার জন্য রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। তাতে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, ২ মেগাপিক্সেল সাদা এবং কালো পোর্ট্রেট ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনের সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
advertisement
5/6
Redmi Note 9 Pro Max-এর দাম শুরু হচ্ছে ১৬,৪৯৯ টাকা থেকে। এই ফোনে রয়েছে ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। ছবি তোলার জন্য এতে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। সেলফির জন্য রেডমি নোট ৯ প্রো ম্যাক্সে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা আছে। পাওয়ারের জন্য রয়েছে ৫,০২০ এমএএইচ ব্যাটারি।
advertisement
6/6
Samsung Galaxy M51-এর দাম শুরু হচ্ছে ২২,৯৯৯ টাকা থেকে। এতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার এমোলেড প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ। Samsung Galaxy M51 ফোনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬৮২ প্রাইমারি সেন্সর। অন্য তিনটি ক্যামেরা হল – ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। ভিডিও কল ও সেলফির জন্য এতে আছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।