TRENDING:

এবার ভিডিও কনফারেন্সিংয়ে বাজার মাত করতে আসছে JioMeet, জেনে নিন কী কী সুবিধা রয়েছে

Last Updated:
কিভাবে ব্যবহার করবেন JioMeet, জেনে নিন
advertisement
1/6
এবার ভিডিও কনফারেন্সিংয়ে বাজার মাত করতে আসছে JioMeet
করোনা সংক্রমণ রুখতে প্রায় সারা বিশ্বেই এখন লকডাউন পরিস্থিতি। সেই অবস্থায় প্রায় সব জায়গার অফিসেই চলছে ওয়ার্ক ফ্রম হোম। আর এই পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম হিসেবে বেশ জনপ্রিয় হয়ে ওঠে জুম। কিন্ত এই অ্যাপ-এর নিরাপত্তা নিয়ে সতর্ক করেছে খোদ কেন্দ্রই৷ এবার জুম অ্যাপকে টেক্কা দিতে জিও লঞ্চ করতে চলেছে এইচডি ভিডিও কনফারেন্সিং জিও মিট (JioMeet)।
advertisement
2/6
জিওমিট ভিডিও কনফারেন্সিং অ্যাপ নতুন নয়, এটিকে একবছরের ও বেশি সময় আগে লঞ্চ করা হয়েছিল। তবে এবার অফিসিয়ালি একে জিও প্ল্যাটফর্মে আনা হল। জিও মিট ভিডিও কনফারেন্সিং অ্যাপটি আপনি পার্সোনাল আর ব্যবসা দুই ক্ষেত্রেই ব্যবহার করতে পাড়বেন।
advertisement
3/6
জিওমিট অ্যাপটিকে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা সম্ভব। উইন্ডোজ ও ম্যাকের জন্য ও জিওমিটের অ্যাপ আছে এবং আউটলুকের জন্য প্লাগইন উপলব্ধ। যেগুলোকে Mac App Store এবং Microsoft Windows Marketplace থেকে ডাউনলোড করা যাবে।
advertisement
4/6
যারা জিও মিটে কনফারেন্সে যোগ দেওয়ার ইনভিটেশন পেয়েছেন, তাঁরা খুব সহজেই অ্যাপ ডাউনলোড না করেও ভিডিও কলের ইনভিটেশন লিংকে ক্লিক করে গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স দিয়েও মিটিংয়ে যোগদান করা যাবে।
advertisement
5/6
জিও মিটে মিটিং শিডিউল করার অপশনও রয়েছে। মানে আপানি চাইলে আপনি আগের থেকে মিটিং-এর জন্য স্লট বুক ক্রএ রাখতে পাড়বেন। ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে জিওমিট নিয়ে আসার পরই তা ১,০০০০০ বার ডাউনলোড হয়ে গিয়েছে।
advertisement
6/6
প্রথমে অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটিকে ডাউনলোড করুন। এবার ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে অথবা গেস্ট মোডে ওটিপি দিয়ে লগইন করুন। গেস্ট মোডে লগইন করলে আপনার নাম ও মিটিং আইডি ইউআরএল দিতে হবে। এটা তখনই হবে যদি আপনি মিটিং-এ যোগ দেওয়ার ইনভিটেশন পেয়ে থাকেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
এবার ভিডিও কনফারেন্সিংয়ে বাজার মাত করতে আসছে JioMeet, জেনে নিন কী কী সুবিধা রয়েছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল