TRENDING:

JioBharat-এর দিওয়ালি ধামাকা, ৬৯৯ টাকায় মিলছে jioBharat 4G ফোন, ১২৩ টাকার মাসিক প্ল্যানে আনলিমিটেড ফোন, ৪৫৫-এর বেশি টিভি চ্যানেল

Last Updated:
দীপাবলিতে সশরীরে প্রিয়জনের সঙ্গে কাটাতে না পারলেও ফোনে কথা বলতে বা সময় কাটাতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্যই এই jioBharat-এর এই ধামাকা অফার।
advertisement
1/6
JioBharat-এর দিওয়ালি ধামাকা, ৬৯৯ টাকায় মিলছে jioBharat 4G ফোন!
উৎসবের মরশুম চলছে। সামনেই দীপাবলি। এই আবহে দেশের ২জি ইউজারদের জন্য দিওয়ালি ধামাকা নিয়ে এল JioBharat। সীমিত সময়ের জন্য পাওয়া যাবে এই অফার। jioBharat 4G ফোনের দাম বর্তমানে ৯৯৯ টাকা। দীপাবলি উপলক্ষ্যে এই ফোন পাওয়া যাবে মাত্র ৬৯৯ টাকায়।
advertisement
2/6
দীপাবলিতে সশরীরে প্রিয়জনের সঙ্গে কাটাতে না পারলেও ফোনে কথা বলতে বা সময় কাটাতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্যই এই jioBharat-এর এই ধামাকা অফার।
advertisement
3/6
আনলিমিটেড ভয়েস কলের সুযোগ পাবেন গ্রাহকরা। অর্থাৎ যত খুশি, যতক্ষণ খুশি ফোন করা যাবে। প্রিয়জনের সঙ্গে কথা বলায় কোনও বাধা থাকবে না।ইন্টারনেটের যুগ। ডেটা ছাড়া ফোন অচল। ১২৩ টাকার প্ল্যানে প্রতি মাসে ১৪ জিবি ডেটা পাচ্ছেন গ্রাহকরা। বিনোদনের ভরপুর সুবিধাও রয়েছে। ৪৫৫টির বেশি টিভি চ্যানেল লাইভ দেখতে পারবেন ইউজাররা। সিনেমাপ্রেমীদের জন্যও থাকছে অনেক কিছু। মুভি প্রিমিয়ার এবং লেটেস্ট সিনেমা দেখার সুযোগও মিলবে ১২৩ টাকার প্ল্যানে।
advertisement
4/6
এটা ভিডিও-এর যুগ। যাঁরা ভিডিও দেখতে পছন্দ করেন তাঁরা ভিডিও শো দেখতে পারবেন অনায়াসে।ক্রীড়াপ্রেমীদের জন্যও সোনায় সোহাগা। লাইভ স্পোর্টস দেখার সুযোগও থাকছে। jioCinema-এর হাইলাইটস দেখতে পারবেন ইউজাররা। ডিজিটাল লেনদেনেও কোনও অসুবিধা হবে না। টাকা নিতে বা পাঠাতে পারবেন অনায়াসে। এমনকী কিআর কোড স্ক্যান করেও। পেমেন্টে জিওপে-এর মাধ্যমে সাউন্ড অ্যালার্টও পাবেন ইউজাররা। গ্রুপ চ্যাট করার সুবিধাও থাকছে। jioChat-এ ফটো, ভিডিও এবং মেসেজ শেয়ার করা যাবে। এর সঙ্গে আরও অনেক কিছুই থাকছে।
advertisement
5/6
অন্যান্য অপারেটরদের ফিচার ফোনের সঙ্গে তুলনা করলে (প্রতি মাসে ১৯৯ টাকা) দেখা যাবে JioBharat প্ল্যান ৪০ শতাংশ সস্তা। শুধু তাই নয়, প্রতি মাসে ৭৬ টাকা সঞ্চয়ও হবে। সোজা কথায় এর মানে হল, মাত্র ৯ মাসের মধ্যে ফোনের পুরো টাকা উঠে আসবে, তারপর বিনামূল্যে ব্যবহারের মতো দাঁড়াবে বিষয়টা। ইউজার যত বেশি ব্যবহার করবেন, তত সঞ্চয় হবে।
advertisement
6/6
এটা শুধু ফোন নয়, ফোনের চেয়েও বেশি কিছু। সংযুক্ত ভবিষ্যতের জন্য উৎসবের মরশুমে এক উজ্জ্বল উপহার। জিও মার্ট, অ্যামাজন বা যে কোনও স্টোর থেকে কিনতে পারেন এই ফোন। যা জিও-এর ‘সবচেয়ে সস্তা, সবচেয়ে ভাল’ অফারের সঙ্গে সংযুক্ত।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
JioBharat-এর দিওয়ালি ধামাকা, ৬৯৯ টাকায় মিলছে jioBharat 4G ফোন, ১২৩ টাকার মাসিক প্ল্যানে আনলিমিটেড ফোন, ৪৫৫-এর বেশি টিভি চ্যানেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল