TRENDING:

Reliance Jio Recharge Offer: এয়ারটেলকে জোর ধাক্কা দিতে মেগা রিচার্জ অফার নিয়ে বাজারে জিও, ৪২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং মাত্র এই টাকায়

Last Updated:
Jio Recharge Offer: রিলায়েন্স বাজারে নিয়ে এল দারুণ অফার, রিচার্জে যত খুশি কল, প্রচুর ডেটা, অনেক এনটারটেনমেন্ট!
advertisement
1/10
মেগা রিচার্জ অফার নিয়ে বাজারে জিও, ৪২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং মাত্র এই টাকায়
: রিলায়েন্স ভারতের অন্যতম বৃহত্তম মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা৷ সম্প্রতি তারা একটি দারুণ অফার নিয়ে এসেছে নিজেদের গ্রাহকদের জন্য৷ এই কোম্পানি গত বছর মাত্র ৯৯৯ টাকায় একটি সাশ্রয়ী মূল্যের JioBharat V2 ফোন লঞ্চ করেছিল৷
advertisement
2/10
এবার জিও এক দারুণ অফার নিয়ে এসেছে৷ যা অনেক মোবাইল ব্যবহারকারী এখনও জানেনই না৷  4G ফিচার ফোনের জন্য একটি নতুন প্রিপেইড প্যাক নিয়ে এসেছে৷
advertisement
3/10
সস্তায় কলিং, 5G ডেটা, OTT সাবস্ক্রিপশন এবং সস্তা ফোনের অফার করে ভারতের টেলিকম সেক্টরে বিপ্লব করার জন্য জিও গ্রাহকদের কাছে খুবই পছন্দের সার্ভিস প্রোভাইডার৷
advertisement
4/10
অন্যান্য প্ল্যানের মতোই সম্প্রতি রিলায়েন্স জিও সস্তার যে  প্ল্যানটি বাজারে নিয়ে এসেছে তা রীতিমতো চমকদার৷ এই অফারে  ৪২ জিবি মোট ডেটা রয়েছে পাশাপাশি রয়েছে  OTT সাবস্ক্রিপশন সহ আনলিমিটেড কলের অফার৷য
advertisement
5/10
রিলায়েন্স জিও নতুন সাশ্রয়ী মূল্যের প্ল্যান চালু করেছে: আনলিমিটেড কল, মাত্র টাকায় 42GB ডেটা প্ল্যানটি এতটাই ভাল গ্রাহকদের জন্য যে তারা আরও এক মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা এয়ারটেলের চেয়েও আরও ভাল মনে করছেন গ্রাহকরা৷
advertisement
6/10
জিও -র আনা নতুন যে প্ল্যান ধামাকা ফেলে দিয়েছে  তার দাম ২৯৯ টাকা। এই প্ল্যানে গ্রাহক ২৮ দিনের বৈধতা পাবেন।  আনলিমিটেড কলিং-র সঙ্গে রয়েছে  প্রচুর ডেটা৷
advertisement
7/10
এই প্ল্যানে আপনি মোট ৪২ জিবি ডেটা পাবেন, অর্থাৎ প্রতিদিন ১.৫জিবি ডেটা পাবেন। এছাড়াও এই  অফারে গ্রাহক পাবেন ১০০টি SMS -র সুযোগ৷
advertisement
8/10
এছাড়াও আপনি Jio TV, Jio Cinema এবং Jio ক্লাউড পাবেন। ডেটার নিয়মিত কোটা শেষ হওয়ার পরে, গ্রাহক 64kbps গতিতে ইন্টারনেট ব্যবহার করতে  পাবেন।
advertisement
9/10
মনে রাখবেন, Jio Cinema Premium এই প্ল্যানে পাওয়া যাবে না। এর জন্য আপনাকে Jio-এর আলাদা সাবস্ক্রিপশন নিতে হবে।
advertisement
10/10
Jio-র আনলিমিটেড 5G সহ একটি  ৩৪৯ টাকার প্ল্যান রয়েছে, যা ২৮ দিনের বৈধতার জন্য প্রতিদিন ২জিবি ডেটা অফার করে। এই প্ল্যানে আপনি যে কোনও টেলিকম কোম্পানির থেকে বেশি সুবিধা পাবেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Reliance Jio Recharge Offer: এয়ারটেলকে জোর ধাক্কা দিতে মেগা রিচার্জ অফার নিয়ে বাজারে জিও, ৪২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং মাত্র এই টাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল