Reliance Jio Recharge Offer: এয়ারটেলকে জোর ধাক্কা দিতে মেগা রিচার্জ অফার নিয়ে বাজারে জিও, ৪২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং মাত্র এই টাকায়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Jio Recharge Offer: রিলায়েন্স বাজারে নিয়ে এল দারুণ অফার, রিচার্জে যত খুশি কল, প্রচুর ডেটা, অনেক এনটারটেনমেন্ট!
advertisement
1/10

: রিলায়েন্স ভারতের অন্যতম বৃহত্তম মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা৷ সম্প্রতি তারা একটি দারুণ অফার নিয়ে এসেছে নিজেদের গ্রাহকদের জন্য৷ এই কোম্পানি গত বছর মাত্র ৯৯৯ টাকায় একটি সাশ্রয়ী মূল্যের JioBharat V2 ফোন লঞ্চ করেছিল৷
advertisement
2/10
এবার জিও এক দারুণ অফার নিয়ে এসেছে৷ যা অনেক মোবাইল ব্যবহারকারী এখনও জানেনই না৷ 4G ফিচার ফোনের জন্য একটি নতুন প্রিপেইড প্যাক নিয়ে এসেছে৷
advertisement
3/10
সস্তায় কলিং, 5G ডেটা, OTT সাবস্ক্রিপশন এবং সস্তা ফোনের অফার করে ভারতের টেলিকম সেক্টরে বিপ্লব করার জন্য জিও গ্রাহকদের কাছে খুবই পছন্দের সার্ভিস প্রোভাইডার৷
advertisement
4/10
অন্যান্য প্ল্যানের মতোই সম্প্রতি রিলায়েন্স জিও সস্তার যে প্ল্যানটি বাজারে নিয়ে এসেছে তা রীতিমতো চমকদার৷ এই অফারে ৪২ জিবি মোট ডেটা রয়েছে পাশাপাশি রয়েছে OTT সাবস্ক্রিপশন সহ আনলিমিটেড কলের অফার৷য
advertisement
5/10
রিলায়েন্স জিও নতুন সাশ্রয়ী মূল্যের প্ল্যান চালু করেছে: আনলিমিটেড কল, মাত্র টাকায় 42GB ডেটা প্ল্যানটি এতটাই ভাল গ্রাহকদের জন্য যে তারা আরও এক মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা এয়ারটেলের চেয়েও আরও ভাল মনে করছেন গ্রাহকরা৷
advertisement
6/10
জিও -র আনা নতুন যে প্ল্যান ধামাকা ফেলে দিয়েছে তার দাম ২৯৯ টাকা। এই প্ল্যানে গ্রাহক ২৮ দিনের বৈধতা পাবেন। আনলিমিটেড কলিং-র সঙ্গে রয়েছে প্রচুর ডেটা৷
advertisement
7/10
এই প্ল্যানে আপনি মোট ৪২ জিবি ডেটা পাবেন, অর্থাৎ প্রতিদিন ১.৫জিবি ডেটা পাবেন। এছাড়াও এই অফারে গ্রাহক পাবেন ১০০টি SMS -র সুযোগ৷
advertisement
8/10
এছাড়াও আপনি Jio TV, Jio Cinema এবং Jio ক্লাউড পাবেন। ডেটার নিয়মিত কোটা শেষ হওয়ার পরে, গ্রাহক 64kbps গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পাবেন।
advertisement
9/10
মনে রাখবেন, Jio Cinema Premium এই প্ল্যানে পাওয়া যাবে না। এর জন্য আপনাকে Jio-এর আলাদা সাবস্ক্রিপশন নিতে হবে।
advertisement
10/10
Jio-র আনলিমিটেড 5G সহ একটি ৩৪৯ টাকার প্ল্যান রয়েছে, যা ২৮ দিনের বৈধতার জন্য প্রতিদিন ২জিবি ডেটা অফার করে। এই প্ল্যানে আপনি যে কোনও টেলিকম কোম্পানির থেকে বেশি সুবিধা পাবেন।