TRENDING:

মধ্যবিত্তের পকেটে আবার বাড়তি চাপ! মোবাইল রিচার্জ-এর দাম বাড়াল Jio

Last Updated:
Jio postpaid: ফের পকেটে চাপ। মোবাইল রিচার্জের খরচ বাড়াল Jio. জেনে নিন।
advertisement
1/6
মধ্যবিত্তের পকেটে আবার বাড়তি চাপ! মোবাইল রিচার্জ-এর দাম বাড়াল Jio
মধ্যবিত্তের পকেটে আবার চাপ। রিচার্জ-এর খরচ বাড়ল আবার। জিও-র মোবাইল রিচার্জের খরচ বাড়ল।
advertisement
2/6
প্রিপেইড গ্রাহকদের রিচার্জ-এর খরচ অনেক আগেই বেড়েছে। এবার খরচ বাড়ল পোস্ট পেইড গ্রাহকদের।
advertisement
3/6
জিও পোস্টপেইড গ্রাহকদের এবার এন্ট্রি লেভেল প্ল্যানের জন্য ১৯৯-এর বদলে ২৯৯ টাকা খরচ করতে হবে।
advertisement
4/6
জিও-র সবচেয়ে সস্তা পোস্টপেইড প্ল্যান ছিল এটি। এবার সেটার জন্যই গ্রাহকদের ১০০ টাকা বেশি খরচ করতে হবে।
advertisement
5/6
গত সপ্তাহে নতুন পোস্টপেইড প্ল্যান 'জিও প্লাস' লঞ্চ হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, আগের থেকে এই প্ল্যানে সুবিধা এখন বেশি পাওয়া যাবে।
advertisement
6/6
২৯৯ টাকার এই পোস্টপেইড প্ল্যানে ৩০ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। লোকাল, এসটিডি ও রোমিং, আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ ১০০টি এসএমএস-এর সুবিধা। জিও ওয়েলকাম অফারের সুবিধা পাবেন নতুন গ্রাহকরা। তাতে তাঁরা পাবেন আনলিমিটেড 5G ডেটা।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
মধ্যবিত্তের পকেটে আবার বাড়তি চাপ! মোবাইল রিচার্জ-এর দাম বাড়াল Jio
Open in App
হোম
খবর
ফটো
লোকাল