TRENDING:

Jio Plus: একই পরিবারের সদস্যদের জন্য বাজারে আসছে Jio Plus, তাও সম্পূর্ণ বিনামূল্যে! জেনে নিন জিও-র এই ফ্যামিলি প্ল্যানের বিষয়ে

Last Updated:
Jio Plus-New Postpaid family plans: মোবাইল পোস্টপেড সেগমেন্টকে গ্রাহকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য প্রতিনিয়ত নতুন নতুন প্ল্যান আনে রিলায়েন্স জিও। সম্প্রতি নতুন এক সেট পোস্টপেড ফ্যামিলি প্ল্যানস – জিও প্লাস বাজারে আনল ওই সংস্থা।
advertisement
1/9
একই পরিবারের সদস্যদের জন্য বাজারে আসছে Jio Plus, তাও সম্পূর্ণ বিনামূল্যে! জানুন
মোবাইল পোস্টপেড সেগমেন্টকে গ্রাহকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য প্রতিনিয়ত নতুন নতুন প্ল্যান আনে রিলায়েন্স জিও। সম্প্রতি নতুন এক সেট পোস্টপেড ফ্যামিলি প্ল্যানস – জিও প্লাস বাজারে আনল ওই সংস্থা।
advertisement
2/9
কিন্তু কেমন সুবিধা মিলবে এই পোস্টপেড প্ল্যানে? এই নতুন প্ল্যানে পরিবারের ৪ জন সদস্য এই পরিষেবার সুবিধা পেতে পারেন। কিন্তু চমক রয়েছে এই প্ল্যানের মূল্যের ক্ষেত্রে। একসঙ্গে পরিবারের ৪ জন সদস্য এই পরিষেবা ব্যবহার করতে পারবেন এক মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। জিও ওয়েলকাম অফারের মাধ্যমে গ্রাহকদের আনলিমিটেড ট্রু ৫জি ডেটার মতো দুর্দান্ত সুবিধা বদ্ধপরিকর জিও সংস্থা। ব্যবহার করার পরে যদি গ্রাহকদের মনে হয় যে, প্ল্যানটা ঠিক সুবিধা দিতে পারছে না, তাহলে তাঁরা সেই মুহূর্তেই কানেকশন বাতিল করে দিতে পারেন।
advertisement
3/9
জিও প্লাস – নতুন পোস্টপেড ফ্যামিলি প্ল্যানস এক মাসের ফ্রি ট্রায়াল-সহ: ১. মাসিক ৩০০ টাকা থেকে শুরু ২. সিম প্রতি ৯৯ টাকায় অতিরিক্ত ৩টি অ্যাড-অন কানেকশন ৩. ৪ জনের পরিবারের জন্য মোট মাসিক চার্জ মাত্র ৬৯৬ টাকা ৪.সিম প্রতি কার্যকরী মাসিক চার্জ ১৭৪ টাকা
advertisement
4/9
আরও বেশি ডেটা: গোটা পরিবারের সঙ্গে শেয়ার করা যাবে ডেটা, রোজকার কোনও ডেটা লিমিট থাকবে না ৷ জিও ট্রু ৫জি ওয়েলকাম অফারের সঙ্গে ট্রুলি আনলিমিটেজ ফ্রি ৫জি ডেটা ৷ আরও সুবিধা: চয়েস নম্বর/ প্রিমিয়াম কন্টেন্ট/ ইন্টারন্যাশনাল রোমিং ৷
advertisement
5/9
নিজের পছন্দের মোবাইল নম্বর- নেটফ্লিক্স, অ্যামাজন, জিওটিভি এবং জিওসিনেমা-র মতো প্রিমিয়াম অ্যাপ্লিকেশন ৷ বিদেশে ভ্রমণের সময় প্রথম ইন-ফ্লাইট কানেক্টিভিটি ৷ইন্টারন্যাশনাল রোমিংয়ে ভারতে কলিংয়ের সুবিধা মিনিট প্রতি মাত্র ১ টাকায় ৷ ১২৯টি দেশের জন্য ওয়ান ইন্টারন্যাশনাল রোমিং প্ল্যান ৷ আরও বিশেষাধিকার: সিকিউরিটি ডিপোজিটের প্রয়োজন নেই নিম্নোক্ত ক্ষেত্রে- জিও ফাইবার ব্যবহারকারী, কর্পোরেট কর্মচারী, অন্যান্য অপারেটরদের পোস্টপেড ব্যবহারকারী ৷ অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক ও এসবিআই-এর ক্রেডিট কার্ড ব্যবহারকারী ৷
advertisement
6/9
সিঙ্গল ক্লিকে কেয়ার স্পেশালিস্ট দ্বারা প্রায়োরিটি কল-ব্যাক পরিষেবা ৷ যে কোনও সময়ে নিজের বিদ্যমান নম্বর জিও-তে রূপান্তরিত করা যাবে। ফ্রি হোম ডেলিভারি ও অ্যাক্টিভেশনের জন্য 70 000-70 000 নম্বরে মিসড কল দিতে হবে।
advertisement
7/9
নতুন পোস্টপেড ফ্যামিলি প্ল্যান কীভাবে পাওয়া যাবে? 70000 70000 নম্বরে মিসড কল দিতে হবে এবং হোয়াটসঅ্যাপে জিও প্লাস জার্নি শুরু করতে হবে। Security Deposit waiver পাওয়ার জন্য প্রাসঙ্গিক বিকল্প বেছে নিতে হবে। পোস্টপেড সিমের ফ্রি হোম ডেলিভারি বুক করতে হবে। ফ্রি হোম ডেলিভারির ক্ষেত্রে পরিবারের অন্য সদস্যদের জন্য আরও ৩টি ফ্যামিলি সিম নিতে ভুললে চলবে না। অ্যাক্টিভেশনের সময় প্রযোজ্য প্রসেসিং ফি হিসেবে সিম প্রতি ৯৯ টাকা প্রদান করতে হবে। মাস্টার ফ্যামিলি সিম অ্যাক্টিভেট হলেই পরিবারের সদস্যদের বাকি ৩টি সিমও ওই অ্যাকাউন্টে লিঙ্ক করতে হবে।
advertisement
8/9
MyJio App ব্যবহার করে বিনামূল্যে সুবিধাগুলি ভাগ করে নেওয়া সম্ভব। জিও প্রিপেড ব্যবহারকারীরা সিম বদল না-করেই পোস্টপেড ফ্রি ট্রায়ালের সুবিধা পাবেন। এর জন্য কী করণীয়? MyJio App খুলতে হবে ও ‘prepaid to postpaid’ বিকল্প বেছে নিতে হবে। ওটিপি ভেরিফিকেশন করে ফ্রি-ট্রায়াল প্ল্যান বেছে নিতে হবে। নির্দেশ এলে সিকিউরিটি ডিপোজিট পেমেন্ট করতে হবে। আবার প্রিপেড ব্যবহারকারীরা অতিরিক্ত একটি নতুন পোস্টপেড সিম কিনতেই পারেন।
advertisement
9/9
জরুরি তথ্য: আগামী ২২ মার্চ, ২০২৩ তারিখ থেকে সমস্ত জিও স্টোরে এবং হোম ডেলিভারি অপশনের মাধ্যমে Jio Plus-এর সুবিধা মিলবে। Jio Postpaid Family Plans-এর বিস্তারিত তথ্যের জন্য এই ওয়েবসাইটে যেতে পারেন গ্রাহকেরা- www.jio.com/jioplus
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Jio Plus: একই পরিবারের সদস্যদের জন্য বাজারে আসছে Jio Plus, তাও সম্পূর্ণ বিনামূল্যে! জেনে নিন জিও-র এই ফ্যামিলি প্ল্যানের বিষয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল