TRENDING:

Jio Phone Next: আসছে জিও ফোন নেক্সট! চলতি সপ্তাহ থেকেই দামের ১০ শতাংশ দিয়ে করা যাবে বুকিং

Last Updated:
Jio Phone Next: পাঁচ হাজার টাকারও কম দামে জিও ফোন নেক্সট! চলতি সপ্তাহ থেকেই বুকিং শুরু।
advertisement
1/5
আসছে জিও ফোন নেক্সট! চলতি সপ্তাহ থেকেই দামের ১০ শতাংশ দিয়ে করা যাবে বুকিং
১০ সেপ্টেম্বর লঞ্চ হবে জিও ফোন নেক্সট। চলতি সপ্তাহ থেকেই শুরু হবে বুকিং।
advertisement
2/5
ফোনের যা দাম তার ১০ শতাংশ দিয়ে বুক করতে পারবেন জিও ফোন নেক্সট। বাকি টাকা মেটাতে পারবেন কিস্তিতে।
advertisement
3/5
জিও ফোন নেক্সট লঞ্চ হবে দুটি ভ্যারিয়েন্ট-এ। বেসিক ভ্যারিয়েন্ট-এর দাম হতে পারে ৫ হাজার টাকার কম। অ্যাডভান্স ভ্যারিয়েন্ট-এর দাম হবে সাত হাজার টাকা।
advertisement
4/5
গ্রাহকদের কাছে ফোন পৌঁছে দিতে জিও পাঁচটি ব্যাঙ্কের সঙ্গে চুক্তি করেছে। গুগল-এর সঙ্গে পার্টনারশিপে এই ফোন ডেভেলপ করেছে জিও।
advertisement
5/5
চলতি বছর জুন মাসে এই ফোন লঞ্চ হওয়ার কথা ঘোষণা করেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান মুকেশ আম্বানি। রিলায়েন্স সারা দেশে আপাতত পাঁচ কোটি জিও ফোন নেক্সট বিক্রির লক্ষ্য রেখেছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Jio Phone Next: আসছে জিও ফোন নেক্সট! চলতি সপ্তাহ থেকেই দামের ১০ শতাংশ দিয়ে করা যাবে বুকিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল