TRENDING:

শুরু ‘Jio Phone 2’-এর ফ্ল্যাশ সেল, জেনে নিন কিনবেন কীভাবে

Last Updated:
advertisement
1/5
শুরু  ‘Jio Phone 2’-এর ফ্ল্যাশ সেল, জেনে নিন কিনবেন কীভাবে
ফের শুরু হতে চলেছে রিল্যায়েন্সের Jio Phone 2-এর দ্বিতীয় ফ্ল্যাশ সেল ৷ বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ শুরু হবে এই ফ্ল্যাশ ৷ এর আগে ১৩ অগস্ট এই প্রথম ফ্ল্যাশ সেল হয়েছিল ‘Jio Phone 2-এর ৷ আর এবার হতে চলেছে দ্বিতীয় ফ্ল্যাশ সেল ৷
advertisement
2/5
‘Jio Phone 2- ফ্ল্যাশ সেলে অংশ নিতে আপনাকে লগ ইন করতে হবে Jio.com-এ ৷ প্রথম ফ্ল্যাশ সেলে এক মিনিটের মধ্যেই স্টক শেষ হয়ে গিয়েছিল ৷ এই সেল একমাত্র হবে জিও-র অফিসিয়াল ওয়েবসাইটেই আয়োজিত হবে ৷
advertisement
3/5
দুপুর ১২টা থেকে অনলাইনে শুরু হয়ে যাবে এই বুকিং। মাইজিও অ্যাপ থেকে বুকিং করা যাবে। পাশাপাশি জিও.কম থেকেও বুকিং করতে পারবেন গ্রাহকরা।
advertisement
4/5
Jio.com-এ গিয়ে প্রথমে Jio Phone 2 ফ্ল্যাশ সেল অপশন আসবে ৷ সেখানে আপনাকে ক্লিক করতে হবে ৷ এরপর স্ক্রিনে আসবে Buy Now অপশন ৷ এরপর আপনার এলাকার পিনকোড লিখে হোম ডেলিভারির জন্য আপনার নাম, বাড়ির ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল ইত্যাদি লিখতে হবে ৷ আপনি ডেবিট ও ক্রেডিট কার্ড কিংবা পেটিএম ব্যবহার করে টাকা পেমেন্ট করতে পারেন ৷ বুকিং সম্পন্ন হলে আপনার ফোন ও ইমেলে নোটফিকেশন পৌঁছে যাবে ৷
advertisement
5/5
জিও-র নতুন এই ফোনে হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক তো আছেই। রয়েছে ৫১২ এমবি র‌্যাম, ৪ জিবি ইন্টারনাল মেমোরি। ৪জি এই ফোনের দাম ২৯৯৯ টাকা।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
শুরু ‘Jio Phone 2’-এর ফ্ল্যাশ সেল, জেনে নিন কিনবেন কীভাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল