Jio: নতুন বছরের আগেই Jio-র চমক! ২০২৫ টাকার রিচার্জ প্ল্যানে মিলবে আকর্ষণীয় অফার
- Published by:Ananya Chakraborty
- trending-desk
- Reported by:Trending Desk
Last Updated:
Jio New Year Offer 2025: নতুন বছরে ধামাকা অফার, ‘নিউ ইয়ার ওয়েলকাম’ প্ল্যান নিয়ে এল জিও, মিলবে আনলিমিটেড ৫জি ডেটা, কত দাম দেখে নিন
advertisement
1/6

হাতে আর মাত্র কটা দিন। তারপরই নতুন বছর। নতুন বছরকে স্মরণীয় করে রাখতে গ্রাহকদের জন্য নয়া প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও। নাম ‘নিউ ইয়ার ওয়েলকাম’ প্ল্যান। যেহেতু ২০২৫ সাল শুরু হতে চলেছে, তাই এই প্ল্যানের দামও রাখা হয়েছে ২০২৫ টাকা।
advertisement
2/6
নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যানের মেয়াদ ২০০ দিন। এতে প্রতিদিন ২.৫ জিবি করে ৪জি হাই স্পিড ইন্টারনেট ডেটা পাবেন গ্রাহক। সঙ্গে ৫জি ডেটা মিলবে আনলিমিটেড। জিওর অন্যান্য রিচার্জ প্ল্যানের মতো, এই প্ল্যানেও ইউজাররা সারা ভারতজুড়ে যে কোনও নম্বরে আনলিমিটেড ফ্রি কলিং এবং ন্যাশনাল রোমিংয়ের সুবিধাও পাবেন। আর প্রতিদিন ১০০ এসএমএসের সুবিধা তো আছেই। এই প্ল্যানে আজিও এবং সুইগির কাছ থেকে ২০২৫ টাকার অতিরিক্ত সুবিধাও পাচ্ছেন ইউজাররা।
advertisement
3/6
জিও জানিয়েছে, নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যানে মোট ৫০০ জিবি ৪জি ডেটা দেওয়া হবে। তবে ৫জি ডেটা মিলবে আনলিমিটেড। চলতি বছরের ১১ ডিসেম্বর থেকে এই প্ল্যান চালু হয়েছে। গ্রাহকরা ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত রিচার্জ করতে পারবেন।
advertisement
4/6
বর্তমানে যাঁরা অন্য কোনও প্ল্যান রিচার্জ করেছেন, সেই প্ল্যান শেষ হলে, নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান সক্রিয় হয়ে যাবে। ইতিমধ্যেই মাই জিও অ্যাপে এই প্ল্যান চলে এসেছে। অন্যান্য রিচার্জ প্ল্যাটফর্মের মতো এখানে কোনও কনভেনিয়েন্স ফি-ও দিতে হয় না।
advertisement
5/6
এখন প্রায় সবাই অনলাইনে কেনাকাটা করেন। তাঁদের জন্য এই প্ল্যান আদর্শ। এতে ৫০০ টাকার আজিও কুপন পাচ্ছেন গ্রাহকরা। ন্যূনতম ২,৯৯৯ টাকার অর্ডারে এই কুপন ব্যবহার করা যাবে। এছাড়া ১,৫০০ টাকা ইজমাইট্রিপ কুপনও মিলছে। ফ্লাইট টিকিট কাটার সময় এই কুপন ব্যবহার করতে পারবেন ইউজার। সঙ্গে মিলছে সুইগি-এর ১৫০ টাকার কুপন, এটা ৪৯৯ টাকার বেশি অর্ডারে ব্যবহার করা যাবে।
advertisement
6/6
জিও-এর সবচেয়ে সস্তা মাসিক রিচার্জ প্ল্যান, যা আনলিমিটেড ৫জি অ্যাক্সেস দিচ্ছে, নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান তার থেকেও ৪৫০ টাকা সস্তা। সোজা কথায়, এই প্ল্যান রিচার্জ করলে বেশ কিছু টাকা সাশ্রয় হবে। আগামী কয়েক দিনের মধ্যে যাঁদের রিচার্জ প্ল্যান শেষ হয়ে যাচ্ছে, তাঁরা নিউ ইয়ার ওয়েলকাম কাম প্ল্যানে রিচার্জ করতে পারেন। টাকা যেমন বাঁচবে, তেমনই অতিরিক্ত কিছু সুবিধাও পেয়ে যাবেন। নতুন বছরে এর থেকে ভাল আর কী হতে পারে!