TRENDING:

IPL প্রেমীদের জন্য সুখবর! বাড়িতে বসে মোবাইলে লাইভ খেলা দেখার সুযোগ দিচ্ছে Jio

Last Updated:
এই অফার কেবলমাত্র কিছু বাছাই করা Jio Prepaid Plans-এর ক্ষেত্রেই লাগু হবে
advertisement
1/7
IPL প্রেমীদের জন্য সুখবর! বাড়িতে বসে মোবাইলে লাইভ খেলা দেখার সুযোগ দিচ্ছে Jio
মোবাইল নেটওয়ার্ক দুনিয়ায় বিপ্লব এনেছিল জিও (Jio) ৷ একের পর এক সস্তায় নতুন প্ল্যান নিয়ে এসে জনপ্রিয়তার শীর্ষে জিও ৷ এবার IPL প্রেমীদের জন্য চমৎকার অফার নিয়ে হাজির Reliance Jio। এই রিচার্জগুলি করলে ক্রিকেট প্রেমীরা নিজেদের বাড়িতে বসে বিনামূল্যে দেখতে পাবেন IPL।
advertisement
2/7
আজ, ৯ এপ্রিল সন্ধ্যে ৭.৩০ টা থেকে শুরু হচ্ছে IPL 2021। অন্যদিকে বেড়ে চলেছে করোনার প্রভাব। আও এই পরিস্থিতিতে বাড়ির বাইরে যাওয়া একদমই ঠিক নয়। তাই বাড়িতে বসেই টিভি তে বা মোবাইলে খেলা দেখা ভালো। গ্রাহকদের কথা মাথায় রেখে Jio নিয়ে এসেছে আকর্ষনীয় প্ল্যান
advertisement
3/7
জিও নিয়ে এমন কিছু প্রিপেড প্ল্যান এনেছে তাতে ডেটা, ভয়েস কলের সঙ্গে থাকছে ১ বছরের জন্য Disney+ Hotstar-এর VIP সাবস্ক্রিপশন। Jio এবং Hostar এর চুক্তি অনুসারে, গ্রাহক Jio এর কিছু প্ল্যান নিলে IPL দেখতে পারবেন একদম ফ্রি। Disney+ Hotstar অ্যাপে ক্রিকেটপ্রেমীরা বিনামূল্যে লাইভ ম্যাচ দেখতে পাবেন। রিলায়েন্স জিও -র নতুন এই ক্রিকেট প্ল্যানগুলি সম্পর্কে জেনে নিন...
advertisement
4/7
৪০১ টাকার প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের। এতে প্রতিদিন ৩জিবি ডেটার সঙ্গে জিও থেকে জিও ও অনান্য নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবে গ্রাহকরা। এছাড়াও থাকছে ৬জিবি বোনাস ডেটা। এবং প্রতিদিন ১০০ এসএমএস বিনামূল্যে পাঠানোর সুযোগ। সেই সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবেন Jio Apps বিনামূল্যে।
advertisement
5/7
৭৭৭ টাকার প্ল্যান: এই প্ল্যানে দিনে গ্রাহক প্রতিদিন ১.৫ জিবি ডেটা পেয়ে যাবেন। এই প্ল্যানটির ভ্যালিডিটি বা মেয়াদ ৮৪ দিন। তবে এই প্ল্যানেও গ্রাহক পাবেন ৫ জিবি অতিরিক্ত ডেটা। অন্যদিকে এই প্ল্যানের সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবেন ১ বছরের জন্য Disney+ Hostar VIP সাবস্ক্রিপশন, মানে IPL দেখতে পাবেন বিনামূল্যে। সেই সঙ্গে রয়েছে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি এসএমএস বিনামূল্যেই পাঠানোর সুযোগ।
advertisement
6/7
৫৯৮ টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা পাবেন দৈনিক ২ জিবি করে ডেটা। রয়েছে আনলিমিটেড কলিং এর সুবিধা। এই প্ল্যানের বৈধতা ৫৬ দিন। সঙ্গে রয়েছে ৫ জিবি অতিরিক্ত ডেটা। পাবেন IPL স্ট্রিমিং এর সুবিধাও একদম বিনামূল্যে। এবং প্রতিদিন ১০০টি এসএমএস বিনামূল্যে। এছাড়াও এই প্ল্যানেও সমস্ত Jio Apps ফ্রি-তেই অফার করা হয় ইউজারদের।
advertisement
7/7
২৫৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি ডেটা পেয়ে যাবেন। এই প্ল্যানটির ভ্যালিডিটি বা মেয়াদ ৩৬৫ দিন বা ১ বছর। এই প্ল্যানে গ্রাহক পাবেন ১০ জিবি অতিরিক্ত ডেটা। অন্যদিকে এই প্ল্যানের সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবেন ১ বছরের জন্য Disney+ Hostar VIP সাবস্ক্রিপশন, মানে IPL দেখতে পাবেন বিনামূল্যে। সেই সঙ্গে রয়েছে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি এসএমএস বিনামূল্যেই পাঠানোর সুযোগ।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
IPL প্রেমীদের জন্য সুখবর! বাড়িতে বসে মোবাইলে লাইভ খেলা দেখার সুযোগ দিচ্ছে Jio
Open in App
হোম
খবর
ফটো
লোকাল