Jio GigaFiber: বিশ্বের সব থেকে সস্তা-ফাস্ট ব্রডব্যান্ড, পান এইসব সার্ভিস
Last Updated:
এই প্যাকেজের শুরু ৭০০ টাকা থেকে। সর্বোচ্চ মূল্য ১০ হাজার টাকা। এবং আগামী ১২ মাসের মধ্যে প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে জিও ফাইবার।
advertisement
1/5

Reliance Jio GigaFiber ইন্টারনেট স্পিডে বিপ্লব আনতে পারে বলে মনে করা হচ্ছে। Jio GigaFibre একটি হাইস্পিড ইন্টারনেট ব্রডব্যান্ড পরিষেবা ৷ এখানে 1 Gbps ডাউনলোড স্পিড ও 100 Mbps আপলোড স্পিড পাওয়া যাবে ৷
advertisement
2/5
এর সঙ্গে এক গিগা ফাইবার সেট টপ বক্সও মিলবে ৷ এটি ফাইবার টু হোম ব্রডব্যান্ড পরিষেবা ৷
advertisement
3/5
JiO GigaFiber দিয়ে দেশের ১১০০ শহরে কানেক্টিভিটি শুরু করা হবে ৷ পাশাপাশি ব্যবহারকারীরা আল্ট্রা HD এন্টারটেনমেন্ট, মাল্টি পার্টি ভিডিও কনফারেন্সিং করতে পারবেন ৷ এছাড়া ভার্চুয়াল রিয়ালটি গেমিং, ডিজিটাল শপিংয়ের মধ্যে পরিষেবা মিলবে ৷
advertisement
4/5
Jio GigaFiber এর জন্য গত বছর থেকে প্রি বুকিং শুরু হয়ে গিয়েছিল ৷ সংস্থার ৪১ তম বার্ষিক সাধারণ সভায় এর ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি
advertisement
5/5
এই প্যাকেজের শুরু ৭০০ টাকা থেকে। সর্বোচ্চ মূল্য ১০ হাজার টাকা। এবং আগামী ১২ মাসের মধ্যে প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে জিও ফাইবার।