Jio-র ধামাকা প্ল্যান! ১৬৮জিবি পর্যন্ত ডেটা ও JioSaavn Pro সাবস্ক্রিপশন বিনামূল্যে
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক, জিওর কোন প্ল্যানগুলির সঙ্গে JioSaavn Pro-এর ফ্রি অ্যাক্সেস দেওয়া হচ্ছে।
advertisement
1/7

জিও নিয়ে এসেছে বেশ কয়েকটি ধামাকাদার প্ল্যান। যাঁরা গান শুনতে পছন্দ করেন, তাঁদের জন্য বেশ আকর্ষণীয় হতে চলেছে জিওর এই প্ল্যান। কারণ জিওর এই প্ল্যানের মাধ্যমে JioSaavn Pro-এর গান বিনামূল্যে শোনা যাবে। জিওর এই প্ল্যানের মাধ্যমে ফ্রিতে পাওয়া যাবে JioSaavn Pro-এর সাবস্ক্রিপশন।
advertisement
2/7
জিও এমন একটি প্ল্যান নিয়ে এসেছে, যেখানে মিউজিক স্ট্রিমিং পরিষেবা JioSaavn Pro-এর বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হচ্ছে। অর্থাৎ, এখন গ্রাহকরা বিনামূল্যে JioSaavn Pro-এর গান শুনতে পারবেন। এক নজরে দেখে নেওয়া যাক, জিওর কোন প্ল্যানগুলির সঙ্গে JioSaavn Pro-এর ফ্রি অ্যাক্সেস দেওয়া হচ্ছে।
advertisement
3/7
২৬৯ টাকার প্ল্যান - এই অফারের মধ্যে কোম্পানির সবচেয়ে সস্তা প্ল্যান হল ২৬৯ টাকা, যেখানে ফ্রিতে JioSaavn Pro-এর অ্যাক্সেস দেওয়া হচ্ছে। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। এতে গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি হাই-স্পিড ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস এবং সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। বিশেষ বিষয় হল এই প্ল্যানে Jio অ্যাপের অ্যাক্সেসের পাশাপাশি গ্রাহকদের JioSaavn Pro-এর সাবস্ক্রিপশনও ফ্রিতে দেওয়া হবে।
advertisement
4/7
৫২৯ টাকার প্ল্যান - এই প্ল্যানের সুবিধার কথা বললে, প্রতিদিন ১.৫ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যায়। এর মেয়াদ ৫৬ দিন। এই প্ল্যানে, গ্রাহকদের Jio অ্যাপের অ্যাক্সেস দেওয়া হয়। একই সঙ্গে এই প্ল্যানে ফ্রিতে JioSaavn Pro-এর সাবস্ক্রিপশন দেওয়া হয়। এছাড়াও এই প্ল্যানের অধীনে যে কোনও নেটওয়ার্কে ফ্রি কলিং করা যাবে।
advertisement
5/7
৫৮৯ টাকার প্ল্যান - Jio-এর এই ৫৮৯ টাকার প্ল্যানে গ্রাহকদের ৫৬ দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এতে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটার সুবিধা পাবেন। এই প্ল্যানে, গ্রাহকদের Jio অ্যাপের অ্যাক্সেস দেওয়া হবে। একই সঙ্গে এই প্ল্যানে ফ্রিতে JioSaavn Pro-এর সাবস্ক্রিপশন দেওয়া হবে। এর পাশাপাশি যে কোনও নেটওয়ার্কে ফ্রি কলিং করা যাবে।
advertisement
6/7
৭৩৯ টাকার প্ল্যান - এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন। এতে গ্রাহকদের প্রতিদিন ১.৫ জিবি হাই-স্পিড ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস এবং সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হয়। বিশেষ বিষয় হল এই প্ল্যানে Jio অ্যাপের অ্যাক্সেসের পাশাপাশি গ্রাহকদের ফ্রিতে JioSaavn Pro-এর সাবস্ক্রিপশনও দেওয়া হবে।
advertisement
7/7
৭৮৯ টাকার প্ল্যান - Jio Saavn অফার করা কোম্পানির সবচেয়ে ব্যয়বহুল প্ল্যান হল ৭৮৯ টাকার প্ল্যান। এতে ৮৪ দিন ভ্যালিডিটি দেওয়া হয়। এতে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটার সুবিধা পাবেন। এই প্ল্যানে, গ্রাহকদের Jio অ্যাপের অ্যাক্সেস দেওয়া হবে। একই সঙ্গে এই প্ল্যানে ফ্রিতে JioSaavn Pro-এর সাবস্ক্রিপশনও দেওয়া হবে। এর পাশাপাশি যে কোনও নেটওয়ার্কে ফ্রি কলিং করা যাবে।