TRENDING:

মোবাইল ব্যবহারে খরচ বাড়ছে, দাম বাড়লেও বাড়তি সুবিধা Jio-তে

Last Updated:
advertisement
1/8
মোবাইল ব্যবহারে খরচ বাড়ছে, দাম বাড়লেও বাড়তি সুবিধা Jio-তে
একধাক্কায় মোবাইল ফোনের খরচ ও ডেটাচার্জ অনেকটাই বাড়িয়ে দিল এয়ারটেল ও ভোডাফোন। একই পরিষেবা সবথেকে কম টাকায় দিয়ে প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে থাকল জিও।
advertisement
2/8
১২৯ টাকায় জিও-র গ্রাহকরা ১৫% বেশি বেনিফিট পাবে অনান্য নেটওয়ার্ক থেকে। ভোডাফোন আর এয়ারটেল-এর গ্রাহকদের একই সুবিধা পেতে খরচ করতে হবে ১৪৮ আর ১৪৯ টাকা। ১৯৯ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি, সঙ্গে মিলবে প্রতিদিন ১.৫ জিবি ডেটা দিচ্ছে জিও। এয়ারটেল গ্রাহকদের এই সুবিধা পেতে খরচ করতে হবে ২৪৮ টাকা আর ভোডাফোন গ্রাহকের দিতে হবে ২৪৯ টাকা।
advertisement
3/8
২৪৯ টাকায় জিও গ্রাহকরা পেয়ে যাবে ২৮ দিনের ভ্যালিডিটির সঙ্গে দিনে ২জিবি করে ডেটা। একই সুবিধা পেতে এয়ারটেল গ্রাহকদের খরচ করতে হবে ২৯৮ টাকা আর ভোডাফোন গ্রাহকের দিতে হবে ২৯৯ টাকা।
advertisement
4/8
৩৪৯ টাকায় জিও গ্রাহকরা পেয়ে যাবে ২৮ দিনের ভ্যালিডিটির সঙ্গে দিনে ৩জিবি করে ডেটা। একই সুবিধা পেতে এয়ারটেল গ্রাহকদের খরচ করতে হবে ৩৯৮ টাকা আর ভোডাফোন গ্রাহকের দিতে হবে ৩৯৯ টাকা।
advertisement
5/8
আনলিমিটেড জিও টু জিও কল এবং ২০০০ মিনিট জিও থেকে অন্যান্য নেটওয়ার্কে কলিংয়ের ক্ষেত্রে ৫৬ দিন ভ্যালিডিটি থাকবে এমন রিচার্জের দাম এবার বেড়ে দাঁড়াল ৩৯৯ টাকা ৷ পাশাপাশি ১.৫জিবি করে প্রতিদিন ইন্টারনেট এবং ১০০টি এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে ৷ আরও একটি ৫৬ দিন প্ল্যানের দাম হচ্ছে ৪৪৪ টাকা। এতে থাকছে একই সুবিধা আর দিনে ২ জিবি করে ডেটা। এয়ারটেল ও ভোডাফোনের কোনও ৫৬ দিনের প্ল্যান নেই
advertisement
6/8
৫৫৫ টাকায় জিও গ্রাহকরা পেয়ে যাবে ৩মাসের ভ্যালিডিটির সঙ্গে দিনে ১.৫জিবি করে ডেটা। একই সুবিধা পেতে এয়ারটেল গ্রাহকদের খরচ করতে হবে ৫৯৮ টাকা আর ভোডাফোন গ্রাহকের দিতে হবে ৫৯৯ টাকা।
advertisement
7/8
৫৯৯ টাকায় জিও গ্রাহকরা পেয়ে যাবে ৩মাসের ভ্যালিডিটির সঙ্গে দিনে ২জিবি করে ডেটা। একই সুবিধা পেতে এয়ারটেল গ্রাহকদের খরচ করতে হবে ৬৯৮ টাকা আর ভোডাফোন গ্রাহকের দিতে হবে ৬৯৯ টাকা।
advertisement
8/8
মোবাইলের খরচ আগের তুলনায় প্রায় ৪০ শতাংশ বাড়লেও নতুন জিও New All-In-One Plans চালু করায় গ্রাহকদের প্রায় ৩০০ শতাংশ অতিরিক্ত সুবিধা দেবে জিও ৷ নতুন এই প্ল্যানগুলি শুরু হচ্ছে ৬ ডিসেম্বর থেকে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
মোবাইল ব্যবহারে খরচ বাড়ছে, দাম বাড়লেও বাড়তি সুবিধা Jio-তে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল