Jio, Airtel, Vi: ফোনের রিচার্জ প্যাকের দাম বাড়ল! রোজ ১.৫ জিবি ডেটা... এখন কাদের অফার সেরা, Jio, Airtel নাকি Vi?
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Jio, Airtel, Vi: কোম্পানিগুলি তাদের প্ল্যানের দাম বাড়ানোয় কোন প্ল্যান কেমন সুবিধে দেবে সেটাই দেখার বিষয়। এর মধ্যে সবচেয়ে সস্তা প্ল্যান কোনটি যেটিতে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে?
advertisement
1/6

Bharti Airtel, Reliance Jio, Vodafone Idea গত সপ্তাহে নিজেদের প্ল্যানের দাম বাড়িয়েছে। এখন এই তিনটি কোম্পানির প্রিপেড এবং পোস্টপেড প্ল্যানের জন্য গ্রাহকদের আগের থেকে অনেক বেশি খরচ করতে হবে। এমতাবস্থায়, অনেকেই রয়েছেন যাঁরা মনে করেন এতে তাঁদের মাসিক বাজেটে বড় ধরনের পরিবর্তন হবে।
advertisement
2/6
সাধারণত ভারতে বার্ষিক প্ল্যানের তুলনায় মাসিক প্ল্যানের চাহিদা অনেক বেশি। এখানে বেশিরভাগ মানুষ প্রতিদিন ১.৫ জিবি ডেটা যুক্ত প্ল্যান পছন্দ করেন। কিন্তু প্রশ্ন হল, এখন এই কোম্পানিগুলি তাদের প্ল্যানের দাম বাড়ানোয় কোন প্ল্যান কেমন সুবিধে দেবে সেটাই দেখার বিষয়। এর মধ্যে সবচেয়ে সস্তা প্ল্যান কোনটি যেটিতে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে?
advertisement
3/6
তাহলে এবারে দেখা যাক Airtel, Jio এবং Vi-এর মধ্যে সবচেয়ে সস্তা প্ল্যান কোনটি। Jio-র ২৩৯ টাকার এই প্ল্যানে ২২ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যাচ্ছে। এতে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিদিন ১০০ SMS-এর সুবিধেও রয়েছে। এছাড়াও অতিরিক্ত সুবিধা হিসাবে, এটি JioTV, JioCinema Basic এবং JioCloud-এর পরিষেবাগুলিও অফার করে৷
advertisement
4/6
Jio-র ১৯৯ টাকা মূল্যের এই প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি ডেটা প্যাকের সুবিধে দেওয়া হয়। এতে আনলিমিটেড কলিংয়েরও সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও, প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধেও রয়েছে। অতিরিক্ত অফারে, JioTV, JioCinema Basic এবং JioCloud-এর মতো প্ল্যাটফর্ম অ্যাক্সেসের সুবিধে দেওয়া হবে।
advertisement
5/6
Airtel-র ৩৪৯ টাকার এই প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি ডেটা দেওয়া হয়। এতে গ্রাহকরা আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। এছাড়াও প্রতিদিন ১০০টি SMS পাওয়া যাবে। অতিরিক্ত অফারে উইঙ্ক মিউজিক এবং হ্যালোটিউনও এই প্ল্যানে গ্রাহকদের দেওয়া হবে।
advertisement
6/6
Vi-এর ৩৪৯ টাকার বর্তমান প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি ডেটা দেওয়া হবে। এতে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও গ্রাহকরা প্রতিদিন ১০০ SMS-এর সুবিধেও পাবেন। এই প্ল্যানে বিঞ্জ অল নাইট, উইকএন্ডে ডেটা রোলওভার এবং প্রতি মাসে ২ জিবি ব্যাকআপ ডেটা অন্তর্ভুক্ত রয়েছে৷