Jio Offers: জিও-র দারুণ প্ল্যান! একবার রিচার্জ করলেই সারা বছর প্রাইম ভিডিও বিনামূল্যে, অঢেল বিনোদন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Sanchari Kar
Last Updated:
জিও-র ৩২২৭ টাকার প্ল্যানে গ্রাহকরা ৩৬৫ দিনের প্যাক পাবেন। অর্থাৎ এই প্ল্যানে একবার রিচার্জ করলেই পুরো বছরের জন্য নিশ্চিত হওয়া যাবে।
advertisement
1/6

জিও তার গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিটি রেঞ্জের প্ল্যান অফার করেছে। এর জন্য যে কেউ এক মাসের মেয়াদ সহ একটি প্ল্যান নিতে পারেন এবং যাঁরা সারা বছরের জন্য প্ল্যান খুঁজছেন তাঁদেরও জন্য কোম্পানি বিশেষ প্ল্যান অফার করেছে। এমন পরিস্থিতিতে, যাঁরা প্রতি মাসে রিচার্জের ঝামেলা এড়াতে চান এবং একটি ভাল মানের প্ল্যান খুঁজছেন, জিও তাঁদের জন্য একটি বিশেষ প্ল্যান অফার করছে। জিও-র অফিসিয়াল পেজ থেকে জানা গিয়েছে যে, কোম্পানি গ্রাহকদের জন্য মাত্র ৩২২৭ টাকায় একটি সারা বছরের প্ল্যান অফার করেছে।
advertisement
2/6
জিও-র ৩২২৭ টাকার প্ল্যানে গ্রাহকরা ৩৬৫ দিনের প্যাক পাবেন। অর্থাৎ এই প্ল্যানে একবার রিচার্জ করলেই পুরো বছরের জন্য নিশ্চিত হওয়া যাবে। এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন ২ জিবি ডেটা দেওয়া হবে এবং এই ডেটা ৩৬৫ দিনের জন্য মোট ৭৩০ জিবি ডেটা দেবে।
advertisement
3/6
বিশেষ বিষয় হল এই প্ল্যানে গ্রাহকদের ১ বছরের জন্য অ্যামাজন প্রাইম ভিডিওর সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে। তবে লক্ষ্যণীয় বিষয় হল এই প্রাইম ভিডিওটি মোবাইল ভার্সন হিসেবে দেওয়া হবে। এছাড়াও জিও সিনেমা, জিওক্লাউড, জিও টিভি-তেও অ্যাক্সেস দেওয়া হবে। এই প্ল্যানের সঙ্গে গ্রাহকদের বিনামূল্যে কল করার সুবিধাও দেওয়া হচ্ছে।
advertisement
4/6
এই প্ল্যানটিও এক বছরের জন্য চলবে৩২২৭ টাকার প্ল্যান ছাড়াও, জিও আরও দুটি প্ল্যান অফার করে, যাদেরও ভ্যালিডিটি ৩৬৫ দিন। এই প্ল্যানগুলোর দাম ২৯৯৯ টাকা এবং ৩৩৩৩ টাকা।
advertisement
5/6
জিও-র ২৯৯৯ টাকার প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন ২.৫ জিবি ডেটা দেওয়া হয়। এই প্ল্যানের মেয়াদ হবে ১ বছর। প্ল্যানে ফ্রি কলিংয়ের পাশাপাশি জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড-এর অ্যাক্সেসও দেওয়া হয়েছে।
advertisement
6/6
অন্য দিকে, জিও-এর ৩৩৩৩ টাকার প্ল্যানে গ্রাহকদের ৩৬৫ দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন ২.৫ জিবি ডেটার সুবিধা দেওয়া হবে। প্ল্যানে শুধু বিনামূল্যে কলিংই পাওয়া যাবে তা নয়, এর সঙ্গে গ্রাহকরা জিও এবং ফ্যান কোডের সুবিধাও পেতে পারেন।