Aditya L1 Mission: চাঁদের পর সূর্য! এই রকেটেই যাবে ‘আদিত্য’, ইসরোর নতুন অভিযান চমকে দেবে
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Aditya L1 Mission: যে পিএসএলভি সি৫৭ রকেটে করে ভারতের প্রথম স্পেস অবজারভেটরি আদিত্য এল-১ মহাকাশে যাবে, সেই সেটির ছবি শেয়ার করা হল ট্যুইটারে৷
advertisement
1/5

সূর্যের আরও কাছে পৌঁছে যাবে ভারত৷ এ বার আদিত্য এল মিশনের প্রস্তুতির ছবি শেয়ার করল ইসরো৷ যে পিএসএলভি সি৫৭ রকেটে করে ভারতের প্রথম স্পেস অবজারভেটরি আদিত্য এল-১ মহাকাশে যাবে, সেই সেটির ছবি শেয়ার করা হল ট্যুইটারে৷ (ছবি: ইসরো)
advertisement
2/5
এই ছবি শেয়ার করে ইসরোর তরফ থেকে লেখা হয়েছে, যে রকেটটি আদিত্য এল-১ কে মহাকাশে নিয়ে যাবে পিএসএলভি-সি৫৭ রকেটটি শ্রীহরিকোটার সেকেন্ড লঞ্চ প্যাডে নিয়ে আসা হয়েছে৷ সেপ্টেম্বর মাসের ২ তারিখে, সকাল ১১.৫০ মিনিটে এটি রওনা দেবে৷ (ছবি: ইসরো)
advertisement
3/5
এই বছরের শুরুতেই ইউআর রাও স্যাটেলাইট সেন্টার থেকে মহাকাশের স্যাটেলাইটটি ইসরোর কাছে এসে পৌঁছয়৷ সূর্য ও পৃথিবীর মাঝে, একটি ফাঁকা স্থানে এটিকে স্থাপন করা হবে৷ সূর্য ও পৃথিবীর ল্যাগরেজ পয়েন্টে পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে এটিকে স্থাপন করা হবে৷ (ছবি: ইসরো)
advertisement
4/5
একজন ইতালিও-ফরাসি গণিতবিদের নামে নামকরণ হওয়া এই পয়েন্টে স্যাটেলাইট স্থাপিত হল, সারাক্ষণ সূর্যের উপর নজরদারি রাখা সহজ হবে৷ কারণ, এই পয়েন্ট থেকে কখনও সূর্যের প্রতি দৃষ্টিতে কোনও বাধার সৃষ্টি হয় না৷ (ছবি: ইসরো)
advertisement
5/5
মূলত সূর্যের তাপমাত্রার ভিন্নতা নিয়ে এই স্যাটেলাইট গবেষণা করবে৷ দেখা হবে, কী ভাবে সূর্যের পৃষ্ঠে এই তাপমাত্রার বিপুল ভিন্নতা হল৷ কেন সূর্যের কেন্দ্রে তাপমাত্রা কয়েক লক্ষ সেলসিয়াস আর বাইরের দিকে তাপমাত্রা মাত্র ৬ হাজার সেলসিয়াস৷ (ছবি: ইসরো)