ISRO: চাঁদে পৌঁছে এতদিনের ভুল ভাঙল বিক্রম! সামনে এল বিরাট তথ্য, ISRO-র জয়জয়কার
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
ISRO: চাঁদের প্রত্যন্ত দক্ষিণ মেরুতে এই প্রথম কোনও দেশ সফলভাবে মহাকাশযান পাঠিয়েছে।
advertisement
1/8

ইসরোর চন্দ্রযান ৩ মিশন সাফল্য পেয়েছে। চাঁদের মাটিতে সফল ভাবে অবতরণ করেছে ল্যান্ডার বিক্রম। চাঁদের প্রত্যন্ত দক্ষিণ মেরুতে এই প্রথম কোনও দেশ সফলভাবে মহাকাশযান পাঠিয়েছে। (ছবি সৌজন্যে- Shutterstock)
advertisement
2/8
চাঁদের মাটিতে মহাকাশযানের অবতরণে একের পর এক তথ্য সামনে পাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা। এরই মধ্যে এক চমকপ্রদ তথ্যও সামনে এসেছে। (প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)
advertisement
3/8
ইসরো বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন, চাঁদের যে অংশে বিক্রমের অবস্থান রয়েছে, সেখানকার তাপমাত্রা ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। (প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)
advertisement
4/8
কিন্তু এখন সেই ভাবনা যে ভুল তা বলছেন ইসরোর বিজ্ঞানীরা। কারণ সেখানকার তাপমাত্রা ৭০ ডিগ্রি সেলসিয়াস। (প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)
advertisement
5/8
ইসরোর বিজ্ঞানী বিএইচ দারুকেশা বলেন, 'আশ্চর্যজনকভাবে এটা আমাদের প্রত্যাশার চেয়েও বেশি। পৃথিবীতে, এই ধরনের বৈচিত্র্য খুব কমই আছে।'(প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)
advertisement
6/8
তিনি আরও বলেন, "আমরা যখন পৃথিবীর ভিতরে ২-৩ সেন্টিমিটার যাই, তখন আমরা ২-৩ ডিগ্রি সেন্টিগ্রেডের তারতম্য দেখতে পাই। কিন্তু চাঁদে এটি প্রায় ৫০ ডিগ্রি সেন্টিগ্রেডের বৈচিত্র্য।" (প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)
advertisement
7/8
চাঁদের দক্ষিণ মেরুর চারপাশে পৃষ্ঠের তাপমাত্রার তারতম্য ৭০ সেলসিয়াস থেকে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। (প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)
advertisement
8/8
তবে চাঁদের দক্ষিণ মেরুর তাপমাত্রাও যে ৭০ ডিগ্রি পর্যন্ত হতে পারে তার কোনও তথ্য এতোদিন বিজ্ঞানী মহলে ছিল না। কিন্তু ইসরো বিজ্ঞানীদের জন্য এখন সেই তথ্য পেয়ে গেলেন গোটা বিশ্বের বিজ্ঞানীরা।(প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)