ল্যাপটপের পিছনেই লুকিয়ে রয়েছে এর স্পিড বাড়ানোর ফর্মুলা, গরমও হবে না সিস্টেম; জেনে নিন সহজ উপায়
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
কম্পিউটারের ফ্যান পরিষ্কার রাখা এর কর্মক্ষমতা বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি ৩-৪ মাস অন্তর এটি পরিষ্কার করলে সিস্টেম ভালো থাকবে এবং অতিরিক্ত গরম হওয়া বা শব্দ করার সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
advertisement
1/7

কম্পিউটারের ফ্যান বা পাখা হল এর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। কারণ এই পাখাই সিস্টেমকে ঠান্ডা রাখতে সাহায্য করে। কিন্তু যদি কম্পিউটারের ফ্যানের উপর ধুলো জমে যায়, তাহলে কম্পিউটার গরম হতে শুরু করে। শুধু তা-ই নয়, কম্পিউটার থেকে শব্দ হয় এবং এর কর্মক্ষমতাও হ্রাস পায়। তাই মাঝে মাঝে কম্পিউটারের পাখা পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কম্পিউটারের পাখা পরিষ্কার করা কিন্তু কোনও কঠিন কাজ নয়। যদি প্রতি ৩ থেকে ৪ মাস অন্তর কম্পিউটারের পাখা পরিষ্কার করা হয়, তাহলে সিস্টেমটি দীর্ঘ সময় ধরে ভাল ভাবে চলবে। আর ঘন ঘন মেরামত করারও প্রয়োজন হবে না। তবে কীভাবে এই পাখা নিরাপদে পরিষ্কার করা যাবে, সেই সম্পর্কে আজকের প্রতিবেদনে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
2/7
কম্পিউটার শাট ডাউন: প্রথমে কম্পিউটারটিকে সম্পূর্ণ রূপে বন্ধ করে দিতে হবে। তারপর পাওয়ার প্লাগটি খুলে ফেলতে হবে। আর যদি ল্যাপটপ পরিষ্কার করতে হয়, তাহলে ব্যাটারিটিকেও খুলে দিতে হবে। এটি ব্যবহারকারীকে ডিভাইসের যে কোনও ধরনের বৈদ্যুতিক শক বা ক্ষতির হাত থেকে রক্ষা করবে।
advertisement
3/7
কেস খুলে নিতে হবে: একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে ডেস্কটপ PC-র ব্যাক প্যানেল বা সাইড কেসটি খুলে ফেলতে হবে। তবে ধীরে ধীরে খুব সাবধানে কেসটি খুলে ফেলতে হবে, যাতে এর কোনও অংশ ক্ষতিগ্রস্ত না হয়।
advertisement
4/7
ধুলোর আস্তরণ মুছে ফেলতে হবে: ডেস্কটপ PC-র ফ্যানের উপর ধুলোর পুরু আস্তরণ জমে থাকতে পারে। তা পরিষ্কার করার জন্য একটি ছোট ব্রাশ ব্যবহার করা যেতে পারে। তবে ব্রাশটি খুবই আলতো ভাবে ব্যবহার করতে হবে, যাতে ফ্যানের ব্লেডটি ভেঙে না যায়।
advertisement
5/7
এয়ার ব্লোয়ার অথবা কম্প্রেসড এয়ারের ব্যবহার: ফ্যানের ভিতরে জমে থাকা সূক্ষ্ম ধুলোর কণা পরিষ্কার করার জন্য এয়ার ব্লোয়ার অথবা কম্প্রেসড এয়ার স্প্রে সবচেয়ে ভাল বিকল্প। তবে কম্প্রেসড এয়ার স্প্রে ব্যবহার করার সময় ফ্যানটিকে হাত দিয়ে ধরে রাখতে হবে। যাতে এটি দ্রুত ঘুরতে না পারে। অন্যথায় মোটরটি ক্ষতিগ্রস্ত হতে পারে।
advertisement
6/7
কাপড় দিয়ে আলতো করে পরিষ্কার: পাখার উপর তা-ও যদি ধুলো থেকে যায়, তাহলে নরম মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করতে হবে। এর জন্য কাপড়টিকে সামান্য ভিজিয়ে নিতে হবে এবং পাখার চারপাশের ধুলো পরিষ্কার করে নিতে হবে। তবে কাপড়টিকে খুব বেশি ভেজালে চলবে না।
advertisement
7/7
সব কিছু আবার আটকে দিতে হবে: কম্পিউটারের ফ্যানটি সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গেলে কেসটি বন্ধ করে দিতে হবে। আর সমস্ত স্ক্রু শক্ত করে আটকে দিতে হবে। তারপর কম্পিউটার চালু করা যাবে। এরপর দেখা যাবে যে, সিস্টেমটি আর কোনও রকম শব্দ ছাড়াই চলবে। আর খুব বেশি গরমও হবে না।