বিয়ের পরে মহিলাদের কি Voter Card-এ ঠিকানা বদলাতে হবে ? দেখে নিন সহজ অনলাইন পদ্ধতি
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
সামনে লোকসভা নির্বাচন, তার আগে ভোটার কার্ডে ঠিকানা আপ-টু-ডেট রাখা খুবই দরকার। দেখে নেওয়া যাক অনলাইনে কীভাবে তা করে নেওয়া যায়।
advertisement
1/7

বিয়ের পরে সব মহিলাকেই ভোটার কার্ডে নিজের ঠিকানা বদলে নিতে হয়। সামনে লোকসভা নির্বাচন, তার আগে ভোটার কার্ডে ঠিকানা আপ-টু-ডেট রাখা খুবই দরকার। দেখে নেওয়া যাক অনলাইনে কীভাবে তা করে নেওয়া যায়।
advertisement
2/7
বিয়ের পরে মহিলাদের ভোটার কার্ডে ঠিকানা বদলাতে নতুন ঠিকানার এক প্রমাণ লাগবে। সেক্ষেত্রে নথি হিসেবে জমা দেওয়া যায় এগুলো-
advertisement
3/7
ইউটিলিটি বিল (জল, গ্যাস বা বিদ্যুৎ) গত বছরের মধ্যে তারিখ আধার কার্ড একটি জাতীয় ব্যাঙ্ক বা পোস্ট অফিসের বর্তমান পাসবুক ভারতীয় পাসপোর্ট রাজস্ব দপ্তরের জমির মালিকানার নথি রেজিস্টার্ড ইজারা বা ভাড়া দলিল রেজিস্টার্ড সেল ডিড
advertisement
4/7
এবার দেখে নেওয়া যাক অনলাইন পদ্ধতি।
advertisement
5/7
- প্রথমে ন্যাশনাল ভোটারস সার্ভিস পোর্টাল, সংক্ষেপে NVSP-এর পোর্টালে যেতে হবে।- সেখানে নিজের ক্রেডেনসিয়াল ব্যবহার করে লগ ইন করতে হবে। - যেতে হবে ‘Shifting of residence/ correction of entries in existing electoral roll’ ট্যাবে। - এখান থেকে বেছে নিতে হবে ‘Fill Form 8’ অপশন। - ‘Self’ বেছে নিতে হবে। - দিতে হবে নিজের EPIC নম্বর।
advertisement
6/7
- ‘Shifting of Residence’ বেছে নিতে হবে, উল্লেখ করে দিতে হবে নতুন ঠিকানা আগের নির্বাচনী এলাকার মধ্যেই না কি বাইরে।- রাজ্য, জেলা, বিধানসভা বা সংসদীয় নির্বাচনী এলাকা, আধার নম্বর, মোবাইল নম্বর, ই-মেল এবং নতুন ঠিকানা দিয়ে প্রয়োজনীয় বিবরণ সহ ফর্ম ৮ ফিল আপ করতে হবে। - প্রয়োজনীয় অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে, ক্যাপচা কোড এন্টার করে ‘Preview and Submit’-এ ক্লিক করতে হবে। - ফর্ম ৮ ভাল করে খুঁটিয়ে দেখে সাবমিট করতে হবে।
advertisement
7/7
ফর্ম ৮ সাবমিট হয়ে যাওয়ার পরে রেজিস্টার করা মোবাইল নম্বর বা ই-মেলে রেফারেন্স নম্বর সহ কনফার্মেশন মেসেজ চলে আসবে। এর পর চাইলে আপডেটেড কার্ড ইলেকটোরাল অফিস থেকেও সংগ্রহ করা যায় বা ডাউনলোড করে নেওয়া যায় ন্যাশনাল ভোটারস সার্ভিস পোর্টাল থেকে।