iPhone Price Increase: ট্রাম্পের ট্যারিফ নীতির ফল! আকাশ ছোঁয়া আইফোনের দাম...জানুন পুরোটা
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
iPhone Price Increase: ট্রাম্পের ট্যারিফে আইফোন হবে আরও দামি! কোন কারণে তরতর করে বাড়ছে আইফোনের দাম, জানুন বিস্তারিত...
advertisement
1/10

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ট্যারিফ নীতির ফলে iPhone-এর দাম দ্রুত বাড়তে পারে। আগে অ্যাপল এই ট্যারিফ থেকে ছাড় পেত, কিন্তু এবার তা হয়নি। ফলে সাধারণ মানুষের জন্য iPhone কেনা আরও কঠিন হয়ে পড়বে।
advertisement
2/10
ট্রাম্পের জারি করা ট্যারিফ চার্টের কারণে শুধু আমেরিকা নয়, গোটা বিশ্বেই পণ্যের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে একটি iPhone-এর দাম ২০০০ ডলারেরও (1,72,034 টাকা) বেশি হতে পারে।
advertisement
3/10
বর্তমানে বহু মানুষ আইফোন কিনতে আগ্রহী। তবে, চীন-নির্ভর উৎপাদনের উপর এই ট্যারিফের প্রভাব পড়তে শুরু করেছে। চীন যেমন iPhone তৈরি করে, তেমনি বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করে অন্য দেশ থেকেও।
advertisement
4/10
রিপোর্ট বলছে, iPhone 16 Pro 256GB ভার্সনের পার্টসের খরচ ৫৫০ (৪৭৩০৯ টাকা) থেকে ৮২০ (৭০৫৩৪ টাকা) ডলারের মধ্যে হতে পারে। এই খরচ বেড়ে যাওয়ার ফলে প্রোডাক্টের দামও স্বাভাবিকভাবেই বাড়বে।
advertisement
5/10
TechInsights-এর বিশ্লেষক ওয়েন ল্যাম জানান, চীনকে এখন অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে, যা অন্য দেশেও দাম বাড়িয়ে দেবে। ফলে গ্রাহকদেরও iPhone বেশি দামে কিনতে হবে।
advertisement
6/10
বিশ্লেষকদের মতে, এতে ম্যানুফ্যাকচারিং, টেস্টিং এবং অন্যান্য খরচ অন্তর্ভুক্ত থাকবে। ফলে iPhone 16-এর বেস মডেলের দাম হতে পারে প্রায় ১৫০০ ডলার।
advertisement
7/10
বর্তমানে iPhone 16 Pro Max (1TB ভ্যারিয়েন্ট) এর দাম প্রায় ১৫৯৯ (১৩৭৫৪১ টাকা) থেকে ২৩০০ (১৯৭৮৩৯ টাকা) ডলারের মধ্যে থাকতে পারে। এতটাই দামি একটি ফোন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে।
advertisement
8/10
ট্যারিফ নীতির ফলে অ্যাপল বড় সমস্যার মুখোমুখি। আগে যেমন ডিসকাউন্ট পাওয়া যেত, এবার কোনও ছাড় নেই। নতুন ফিচার, উন্নত প্রসেসর, ব্যাটারি ও ক্যামেরা থাকলেও দাম যে হুহু করে বাড়বে, তা একপ্রকার নিশ্চিত।
advertisement
9/10
একটি iPhone তৈরিতে সবচেয়ে বেশি খরচ পড়ে রিয়ার ক্যামেরায়, যা জাপানে তৈরি হয়। এর দাম প্রায় ১২৭ ডলার। এছাড়া প্রসেসর আসে তাইওয়ান থেকে ও ডিসপ্লে সাউথ কোরিয়া থেকে। আমেরিকায় তৈরি হয় শুধুমাত্র মেমোরি চিপ।
advertisement
10/10
অতএব, এই ট্যারিফ পলিসি না বদলালে ভবিষ্যতে iPhone কিনতে গেলে অনেক বেশি টাকা খরচ করতে হতে পারে। সাধারণ মানুষের জন্য এই দাম অনেকটা চ্যালেঞ্জের।