iPhone-এ বড় পরিবর্তন! মিলতে চলেছে এই বিশেষ সুবিধা
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Meta-অধীনস্থ অ্যাপটিতে এর আগেই এসেছে বিশেষ ফিচার।
advertisement
1/7

এবার iPhone ব্যবহারকারীদের জন্য আসছে সুসংবাদ। Meta-অধীনস্থ জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp আনছে এক পরিবর্তন। iPhone-এ এবার ৩১ জন সদস্যের সঙ্গে একত্রে Group Call করা যাবে। iOS ব্যবহারকারীরা খুব সহজেই WhatsApp-এ অনেক বেশি সদস্যের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারবেন।
advertisement
2/7
WABetaInfo রিপোর্ট বলছে, ‘WhatsApp সম্প্রতি অ্যাপ স্টোরে iOS-এর জন্য 23.21.72 আপডেট প্রকাশ করেছে। আমরা দেখেছি WhatsApp ব্যাপক ভাবে সকলের জন্য উন্নত কলিং চালু করছে।’
advertisement
3/7
Meta-অধীনস্থ অ্যাপটিতে এর আগেই এসেছে বিশেষ ফিচার, যাতে একসঙ্গে ৩২ জন সদস্যের সঙ্গে কথা বলা যায়। কিন্তু প্রাথমিক ভাবে কল শুরু করার আগে মাত্র ১৫ জনকে বেছে নিতে পারতেন ব্যবহারকারীরা। এবার সেই সংখ্যাটা দ্বিগুণ বাড়ল। এবার কল শুরু করার আগেই ৩১ জনকে বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা।
advertisement
4/7
কীভাবে শুরু করা যাবে এই গ্রুপ কল! দেখে নেওয়া যাক এক নজরে— - WhatsApp খুলে প্রথমেই Call ট্যাবে ট্যাপ করতে হবে। - এরপর New Call > New Group Call-এ যেতে হবে। - নিজের পছন্দ মতো কন্ট্যাক্ট খুঁজে নিয়ে Voice Call-এ ট্যাপ করতে হবে।
advertisement
5/7
তবে এই সুবিধা পাবেন শুধু সেই ব্যবহারকারীরা যাঁরা লেটেস্ট আপডেট করিয়েছেন WhatsApp-এ। একসঙ্গে ৩২ জনের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা সহজ ও উন্নত হচ্ছে iPhone-এর ক্ষেত্রে। এজন্য App Store থেকে সর্বশেষ সংস্করণের WhatsApp আপডেট করিয়ে নিতে হবে। যদি তার পরেও কোনও ব্যবহারকারী এই সুবিধা না পান, তাহলেও চিন্তার কোনও কারণ নেই। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তা পাওয়া যাবে।
advertisement
6/7
ইতিমধ্যে, WhatsApp-এর তরফে কাজ শুরু হয়েছে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) জেনারেটেডেড প্রশ্নোত্তরের ফিচার নিয়ে।
advertisement
7/7
Meta-র দাবি, এটি নিরাপদ পরিষেবা দেওয়ার জন্য AI জেনারেটেড মেসেজ পাঠিয়ে ব্যবহারকারীদের সহায়তা করতে পারে। এই ফিচারটি ব্যবহারকারীদের পারস্পরিক যোগাযোগ উন্নত করবে, প্রতিক্রিয়া জানানোর সময় কমিয়ে আনবে এবং WhatsApp ব্যবহারকারী এবং গ্রাহক পরিষেবা উভয়কেই আরও দক্ষ করে তুলবে।