iPhone: আইফোন চার্জে দিয়ে পাশে ঘুমোচ্ছেন নাকি? সর্বনাশ ডেকে আনছেন! সতর্কতা জারি করল খোদ অ্যাপল
- Published by:Ankita Tripathi
- trending desk
Last Updated:
অনেকে ঘুমানোর সময় তাঁদের ফোন চার্জ করতে পছন্দ করে। কিন্তু, অ্যাপল জানিয়েছে যে, এমন করা খুবই বিপজ্জনক হতে পারে।
advertisement
1/7

ফোন চার্জ করা নিয়ে নানা বিধিনিষেধের কথা আমরা সবাই জানি। এবার সতর্কতা জারি হল অ্যাপলের তরফে। আইফোন ইউজারদের ফোন চার্জ করার সময় সেই ডিভাইসটি ব্যবহার করার বিষয়ে সতর্ক করা হয়েছে। এছাড়া এটিও গুরুত্বপূর্ণ যে, আইফোন চার্জ করার সময় ইউজারদের কখনও আইফোন নিজেদের কাছে রাখা উচিত নয়।
advertisement
2/7
বিশেষ করে চার্জে বসিয়ে ঘুমানো তো চলবেই না ফোনের পাশে। কারণ ইতিমধ্যেই ডিভাইসটি বিভিন্ন ভাবে ব্যবহার করার ফলে অগ্নিকাণ্ডের বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। এর মধ্যে সবথেকে বেশি এই ধরনের ঘটনা ঘটেছে আইফোন চার্জ দিয়ে ঘুমানোর সময়।
advertisement
3/7
অনেকে ঘুমানোর সময় তাঁদের ফোন চার্জ করতে পছন্দ করে। কিন্তু, অ্যাপল জানিয়েছে যে, এমন করা খুবই বিপজ্জনক হতে পারে। বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। যদিও, এই দুর্ঘটনা খুব সহজেই এড়ানো যায়। সংস্থা উল্লেখ করেছে যে, ঘুমানোর সময় ফোনটি ইউজারদের পাশে চার্জে রাখলে বৈদ্যুতিক শক, আঘাত বা এমনকী সম্পত্তির ক্ষতিও হতে পারে।
advertisement
4/7
ঘুমানোর সময় চার্জ করার ঝুঁকি সবার কাছেই স্পষ্ট হলেও, বেশিরভাগ মানুষই ডিভাইসটিকে স্ট্যান্ডে রাখার পরিবর্তে তাঁদের মাথার পাশে বা বালিশের নিচে রাখতে পছন্দ করেন। তাই অ্যাপল তাদের ইউজারদের এই বিষয়ে সতর্ক করে দিয়েছে।
advertisement
5/7
পাশাপাশি, কোম্পানিটি ইউজারদের নিজেদের স্ট্যান্ডার্ড চার্জার ব্যবহার করার কথা জানিয়েছে এবং ইউজারদের এড়িয়ে চলতে বলেছে থার্ড-পার্টি চার্জারের ব্যবহার, যা আইফোন চার্জ করার জন্য নিরাপদে সঠিক পরিমাণে ভোল্টেজ প্রদান করতে পারে না। এছাড়াও ইউজারদের ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকা কোনও চার্জার ব্যবহার করতে বারণ করা হয়েছে, যা ফোন চার্জ করার জন্য ব্যবহার করলে পরিণতি বিপজ্জনকও হতে পারে।
advertisement
6/7
অ্যাপল তার আসল চার্জার এবং কেবল কেনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে চলেছে। যা সাধারণত নিশ্চিত করে যে আইফোন সঠিকভাবে চার্জ করা হয়েছে এবং ডিভাইসটি কোনও অবাঞ্ছিত সমস্যার সম্মুখীন হবে না। অ্যাপল জানিয়েছে যে 'মেড ফর আইফোন' কেবলগুলি এই ধরনের সমস্যাগুলি থেকে সুরক্ষিত থাকার জন্য ডিজাইন করা হয়েছে এবং আন্তর্জাতিক নিরাপত্তার নিয়মগুলিও পূরণ করা হয়েছে, যা ইউজারদের বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে সুরক্ষা দিতে পারে।
advertisement
7/7
যদিও বাজারে প্রচুর থার্ড-পার্টি চার্জার এবং কেবল রয়েছে, যা অ্যাপলের নিজস্ব চার্জারের চেয়ে ভাল পারফরম্যান্স সরবরাহ করে। কিন্তু, আসল ইউনিটগুলি ইউজারদের সুরক্ষার জন্য সর্বদা কাজ করে। অতএব, যাঁরা একটি আইফোনের জন্য বেশি টাকা খরচ করেন, তাঁদের আসল জিনিস ব্যবহার করাই ভাল। তাতে খরচ বাড়লেও সেটা তাঁদের গায়ে লাগার কথা নয়।