TRENDING:

iPhone 17 Air Launch Date: বাজারে আসছে অ্যাপলের সবচেয়ে পাতলা iPhone 17 Air, বাড়ছে র‌্যাম ও ব্যাটারি, জানুন বিশদে

Last Updated:
iPhone 17 Air Launch Date: iPhone 17 Air মডেল কতটা স্লিক আর হালকা হতে চলেছে? টেক্কা দিতে পারে Samsung Galaxy S25 Edge-কে, জানুন বিশদে
advertisement
1/7
বাজারে আসছে অ্যাপলের সবচেয়ে পাতলা iPhone 17 Air, বাড়ছে র‌্যাম ও ব্যাটারি, জানুন বিশদে
এটা অস্বীকার করা যাবে না যে এই ব্যাপারে প্রথম হওয়ার দাবিদার Samsung Galaxy S25 Edge। তবে, Apple এবার বাজার ঘুরিয়ে দিতে চলেছে। iPhone 17 Air এই বছর এমন এক প্রিমিয়াম মডেল অফার করতে চলেছে যা খুবই স্লিক আর হালকা হবে।
advertisement
2/7
এই বছরের শেষের দিকের সিরিজ লাইনআপে iPhone 17 Air এক নতুন চমক নিয়ে আসতে চলেছে। বলা হচ্ছে, তা iPhone-এর মডেলের কনসেপ্ট পুরো বদলে দিতে পারে। প্রতিনিয়তই প্রায় এই নিয়ে নতুন নতুন খবর সামনে আসছে, যা বলছে যে কোম্পানি নতুন ডিভাইসটির জন্য কী পরিকল্পনা করছে, এর শেপ কেমন হবে হবে এবং এইরকম এক মডেলের জন্য আদর্শ ব্যাটারি প্যাক ভিতরে কীভাবে সেট করা হবে।
advertisement
3/7
এর আগে লিক হওয়া তথ্য বলেছে যে, iPhone 17 Air-এ 2,800mAh ব্যাটারি থাকবে যা ডিভাইসটির ওজন প্রায় 145 গ্রাম এবং থিকনেস 5.5 মিমি ধরে রাখার সহায়ক হবে। তবে, নতুন তথ্য ভিন্ন পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। সত্যি বলতে কী, তা Apple-এর আগের প্ল্যানের চেয়ে অনেক ভাল।
advertisement
4/7
সেই খবর দিচ্ছেন টিপস্টার মাজিন বু, আবারও তিনি খবরের শিরোনামে উঠে এসেছেন এই নতুন ফোন ঘিরে। এবার তিনি iPhone 17 Air-এ সিলিকন-কার্বন ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করে একটি বড় ইউনিট অফার করার কথা বলছেন, ডিভাইস ছোট এবং থিক না করেই না কি তা করা হবে। এর থেকে বোঝা যাচ্ছে যে iPhone 17 Air মডেলটি ২,৮০০ এমএএইচ ব্যাটারির চেয়েও বড় ইউনিট নিয়ে আসবে। আশা করাই যায় যে সংস্থা নতুন মডেলের জন্য ফাস্ট চার্জিং স্পিডও অফার করবে।
advertisement
5/7
স্লিক এবং হালকা তো হবেই, মাজিন বু দাবি করছেন যে iPhone 17 Air যাতে টেকসই হয়, সে দিকটারও সংস্থা খেয়াল রাখছে। কেন না, এতে 7000 সিরিজের অ্যালুমিনিয়াম অ্যালয় ব্যবহার করা হয়েছে যা iPhone 16 Pro টাইটানিয়াম ফ্রেমের তুলনায় এটিকে আরেকটু হালকা করবে।
advertisement
6/7
টিপস্টার আরও দাবি করেছেন যে OLED ডিসপ্লেটিই ব্যাটারি সহ iPhone 17 Air-এর সবচেয়ে ভারী অংশ হবে। নতুন মডেলটিতে সম্ভবত একটি সিঙ্গল 48MP রিয়ার ক্যামেরা থাকবে। Apple-এর A19 চিপসেট, 8GB RAM-সহ Apple AI ফিচার এবং আরও অনেক কিছুই ফোনে অফার করা হবে।
advertisement
7/7
iPhone 17 Air মডেলের বেন্ড টেস্ট ভিডিওটি শেয়ার করেছেন মাজিন বু এবং সেই ভিডিওটি ইঙ্গিত দেয় যে iPhone 17 Air খুবই পোক্ত উপকরণ ব্যবহার করে তৈরি করা হয়েছে। মানে সাফ- ডিভাইসটি বাঁকানোর যতই চেষ্টা করা হোক না কেন, তা নিজের আকৃতি ধরে রাখতে সক্ষম।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
iPhone 17 Air Launch Date: বাজারে আসছে অ্যাপলের সবচেয়ে পাতলা iPhone 17 Air, বাড়ছে র‌্যাম ও ব্যাটারি, জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল