iPhone 16 কিনতে পারবেন ৬০ হাজার টাকারও কমে! কোথায় পাবেন এত ছাড়? কীভাবে কিনবেন দেখে নিন
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Flipkart Offers iPhone 16: ফ্লিপকার্টে আইফোন ১৬ ফোনের সমস্ত স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময়ের থেকে অনেকটাই কমেছে। কী কী অফার রয়েছে বিস্তারিত দেখে নিন।
advertisement
1/6

২০ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক বিক্রি শুরু হয়েছে iPhone 16-এর। দিল্লি এবং মুম্বইয়ের অ্যাপল স্টোরে দেখা গিয়েছে উপচে পড়া ভিড়। ফ্লিপকার্ট সহ ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে অনলাইনেও বিক্রি হচ্ছে। আর সেখানেই মিলছে বিশাল ছাড়।
advertisement
2/6
Apple-এর নতুন iPhone 16 এখন গ্রাহক কিনতে পারবেন ৫৫ হাজার টাকারও কমে। কীভাবে সম্ভব? ১২৮ জিবি স্টোরেজ ভ্যরিয়েন্টের iPhone16-এর দাম ৭৯,০০০ টাকা। তবে ফ্লিপকার্টে এক্সচেঞ্জ অফার মিলছে। এতেই দাম নেমে আসবে ৫৫,০০০ টাকার নীচে। তবে অফিসিয়াল এক্সচেঞ্জ রেট স্মার্টফোনের মডেল এবং পারফরম্যান্সের উপর ভিত্তি করে ঠিক হবে।
advertisement
3/6
ধরে নেওয়া যাক, কারও কাছে iPhone 13 রয়েছে। তিনি সেটার বিনিময়ে iPhone 16 কিনতে চান। তাহলে এক্সচেঞ্জ অফারে ২৫,৫০০ টাকা ছাড় মিলবে। দাম কমে দাঁড়াবে ৫৪,৪০০ টাকা। এর মধ্যে ৩ হাজার টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাসও রয়েছে। ফলে সাশ্রয়ী মূল্যে iPhone16 কিনতে পারবেন গ্রাহক। পুজোর মুখে এর থেকে ভাল ডিল আর কী হতে পারে!
advertisement
4/6
এক্সচেঞ্জ অফার ছাড়াও ক্রেতারা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক এবং এইচডিএফসি ব্যাঙ্ক পিক্সেল ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই লেনদেনে ৫০০ টাকা ছাড় পেতে পারেন।
advertisement
5/6
iPhone16-এর ডিজাইনে ব্যাপক বদল করেছে অ্যাপল। কালো, সাদা, গোলাপি, ট্রিল এবং আলট্রামারিনের মতো আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে। এতে রয়েছে নতুন A18 চিপসেট। যা অ্যাপল ইন্টেলিজেন্সকে সাপোর্ট করে। নতুন অ্যাকশন এবং ক্যামেরা কন্ট্রোল বাটন দেওয়া হয়েছে যাতে নির্দিষ্ট ফিচারগুলিতে সহজে অ্যাক্সেস পান ইউজার।
advertisement
6/6
iPhone 16-এ ডুয়াল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে। যাতে রয়েছে 2x অপটিক্যাল জুম সহ একটি 48MP ফিউশন ক্যামেরা এবং একটি 12MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সঙ্গে 6.1 ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। পাশাপাশি এআই ফিচার তো রয়েছেই। সব মিলিয়ে iPhone16 আরও আকর্ষণীয় হয়েছে। পারফরম্যান্সও চোখ ধাঁধানো। ফলে ইউজারের পয়সা যে জলে যাবে না, সে ব্যাপারে নিশ্চিত থাকা যায়।