Inverter Battery: বাড়ির এই জায়গায় কখনও রাখবেন না ইনভার্টার, সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে ব্যাটারি!
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Inverter Battery: ইনভার্টারের প্রচুর সুবিধা রয়েছে। ইলেকট্রিসিটি না থাকলেও দিব্যি জ্বলতে থাকে লাইট, ফ্যান। কিন্তু জানেন কি ঠিকমতো ব্যবহার না করলে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে দাম দিয়ে কেনা ইনভার্টার।
advertisement
1/6

গরম কাল এলেই বেড়ে যায় বিদ্যত্ বিভ্রাট। ফলে প্রায় প্রতিটি বাড়িতেই জায়গা করে নিয়েছে ইনভার্টার। ইনভার্টার থাকার অনেক সুবিধা রয়েছে। তবে ইনভার্টার যেমন তেমনভাবে নয়, সঠিকভাবে ব্যবহার করা উচিত।
advertisement
2/6
ইনভার্টারের প্রচুর সুবিধা রয়েছে। ইলেকট্রিসিটি না থাকলেও দিব্যি জ্বলতে থাকে লাইট, ফ্যান। কিন্তু জানেন কি ঠিকমতো ব্যবহার না করলে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে দাম দিয়ে কেনা ইনভার্টার।
advertisement
3/6
ঠিকভাবে ব্যবহার না করলে ইনভার্টারের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। ইনভার্টারের ব্যাটারি কোন রাখা হচ্ছে তার উপরেও অনেক কিছু নির্ভর করে। সঠিক জায়গায় রাখতে হবে ইনভার্টার।
advertisement
4/6
ইনভার্টারের ব্যাটারি এমন জায়গায় রাখা উচিত যেখানে খোলা বাতাস লাগবে। পর্যাপ্তভাবে হাওয়া বাতাস চলাচলের জন্য জায়গা থাকা দরকার।
advertisement
5/6
ব্যাটারির চারপাশে যাতে নোনা জল, প্রচণ্ড তাপ বা ক্ষয়কারী উপাদান (নন-সিলড ব্যাটারি গ্যাসিং) যাতে না থাকে তা নিশ্চিত করা দরকার।
advertisement
6/6
ইনভার্টারের ব্যাটারি রোদ লাগবে এমন জায়গায় রাখা কখনও উচিত নয়। রোদ লাগলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ব্যাটারি। ভোল্টেজ ড্রপ কমাতে, ইনস্টলারকে ইনভার্টারটি মিটারের কাছাকাছি রাখার চেষ্টা করা উচিত।