TRENDING:

Inverter Battery Care Tips: বাড়ির এই জায়গায় ভুলেও রাখবেন না ইনভার্টার! নষ্ট হয়ে যাবে ব্যাটারি, পরিণত হবে খেলনায়...

Last Updated:
Inverter Battery Care Tips: ইনভার্টার ব্যাটারির আয়ু বাড়াতে হলে সঠিক স্থানে ইনস্টল করাটা অত্যন্ত জরুরি। ভুল জায়গায় রাখলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এখানে জানুন কোন কোন জায়গায় ইনভার্টার রাখা একেবারেই উচিত নয় এবং কীভাবে রক্ষা করবেন...
advertisement
1/11
বাড়ির এই জায়গায় ভুলেও রাখবেন না ইনভার্টার! নষ্ট হয়ে যাবে ব্যাটারি, পরিণত হবে খেলনায়...
ভারতের অনেক এলাকায় আজও বিদ্যুতের ঘনঘন লোডশেডিং হয়। এমনকি শহরেও গরমকালে বিদ্যুৎ চলে যাওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়।
advertisement
2/11
যদি আপনি এমন জায়গায় থাকেন যেখানে অনিয়মিতভাবে বিদ্যুৎ চলে যায়, এবং আপনার ওয়াইফাই রাউটার, টিভি, ফ্যান বা কিছু এলইডি লাইট চালু রাখার প্রয়োজন হয়, তাহলে ইনভার্টার খুবই জরুরি হয়ে পড়ে।
advertisement
3/11
যদিও জেনারেটরও একটা অপশন, তা কিন্তু পেট্রল, ডিজেল বা গ্যাসে চলে এবং এগুলো চালানো বিপজ্জনক হতে পারে, কারণ জ্বালানি মজুত রাখতে হয়।
advertisement
4/11
তুলনায় ইনভার্টার ব্যাটারিতে চলে, যা অনেক নিরাপদ। তবে ভুল স্থানে ইনভার্টার রাখলে এর ব্যাটারি অল্প সময়েই নষ্ট হয়ে যায় এবং তা অচল হয়ে পড়ে।
advertisement
5/11
রান্নাঘরে ইনভার্টার রাখবেন না – রান্নাঘরে সবসময় গরম এবং আর্দ্রতা থাকে। এই গরম ও স্যাঁতসেঁতে পরিবেশ ইনভার্টারের ব্যাটারির ক্ষতি করে।
advertisement
6/11
বাথরুমে ইনভার্টার রাখবেন না – বাথরুমে উপস্থিত আর্দ্রতা ব্যাটারির জন্য খুবই ক্ষতিকর। জল বা আর্দ্রতা থেকে দূরে রাখা উচিত ইনভার্টারকে।
advertisement
7/11
সরাসরি রোদে রাখবেন না – যদি ইনভার্টারকে রোদের মধ্যে রাখা হয়, তাহলে সেটির ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যেতে পারে, যার ফলে ব্যাটারির আয়ু অনেক কমে যায়।
advertisement
8/11
বন্ধ ঘরে ইনভার্টার রাখবেন না – ইনভার্টার এমন জায়গায় রাখুন যেখানে ভালো বায়ু চলাচল হয়। বদ্ধ জায়গায় রাখলে ব্যাটারি গরম হয়ে যায় এবং দ্রুত নষ্ট হয়ে যায়।
advertisement
9/11
শিশুদের নাগালের বাইরে রাখুন – ইনভার্টার এমন স্থানে রাখুন যেখানে বাচ্চারা হাত দিতে না পারে। এতে দুর্ঘটনার আশঙ্কা অনেকটা কমে যায়।
advertisement
10/11
ইনভার্টার পরিষ্কার ও শুকনো রাখুন – ইনভার্টারকে নিয়মিত পরিষ্কার করা এবং শুকনো রাখা উচিত। এতে ব্যাটারির আয়ু বৃদ্ধি পায় এবং সেটি ভালোভাবে কাজ করে।
advertisement
11/11
উপরোক্ত টিপসগুলো মেনে চললে আপনার ইনভার্টারের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে এবং অপ্রয়োজনীয় খরচ বা সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Inverter Battery Care Tips: বাড়ির এই জায়গায় ভুলেও রাখবেন না ইনভার্টার! নষ্ট হয়ে যাবে ব্যাটারি, পরিণত হবে খেলনায়...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল