ওয়ার্ক ফ্রম হোমে কর্মীদের জন্য সুখবর! আপনার নেটে আসতে চলেছে তুফান স্পিড, কীভাবে? জেনে নিন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
ভিডিও স্ট্রিমিং কোয়ালিটি কমানোর সিদ্ধান্ত নিল Netflix, Prime, Hotstar, Zee 5
advertisement
1/5

করোনায় ওয়ার্ক ফ্রম হোম। করোনা সতর্কতায় পদক্ষেপ বিভিন্ন সংস্থার। কর্মীদের অফিসে আসতে বারণ। বাড়ি থেকেই কাজ করার পরামর্শ। ইতিমধ্যেই বেশ কিছু তথ্য প্রযু্ক্তি কর্মী বাড়ি থেকে কাজ শুরু করেছেন। কিন্তু ইন্টারনেটের স্পিডের জন্য কাজ করতে অসিবুধা হচ্ছে । এবার শেষ হতে চলেছে সেই দিন। এবার ২৫% বাড়তে চলেছে আপনার ইন্টারনেটের স্পিড।
advertisement
2/5
আসলে, অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম যেমন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ইউটিউব, জি৫ নিজেদের ভিডিওর রেজোলিউশন কমিয়ে স্ট্যান্ডার্ড ডেফিনেশন করে রাখার কথা মেনে নিয়েছে। এ সময়টিতে যাতে ইন্টারনেটের ওপর চাপ না পড়ে, সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই সময়ে অনেকে বিভিন্ন স্ট্রিমিং সার্ভিসে সিনেমা ও সিরিজ দেখে সময় কাটাচ্ছেন। ভিডিও স্ট্রিমিং হঠাৎ করে অনেকটা বেড়ে যাওয়ার কারণে দেশের ইন্টারনেট পরিকাঠামো স্লো হয়ে যেতে পারে।
advertisement
3/5
দ্য সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (সিওএআই) টেলিকম মন্ত্রককে তারা চিঠি পাঠিয়ে লেখে, বিগত কয়েকদিন মানুষ ঘরে থাকার কারণে স্ট্রিমিং সার্ভিসের উপর চাপ বাড়তে শুরু করেছে। হঠাৎ এই বিপুল পরিমাণে ইন্টারনেট ব্যবহারের কারণে পরিষেবার উপরে চাপ পড়ছে।
advertisement
4/5
তারপর ঠিক করা হয় স্ট্রিমিং সার্ভিস কোম্পানিগুলিকে সঠিক বিট রেট ঠিক করে নিতে হবে। ইন্টারনেট পরিষেবা চালিয়ে যেতে এই পদক্ষেপ নেওয়া আবশ্যিক হয়েছে। এই জন্য কোম্পানিগুলিকে হাই ডেফিনিশন (HD) স্ট্রিমিং-এর বদলে স্ট্যান্ডার্ড ডেফিনিশন(SD) স্ট্রিমিং-এর পরামর্শ দেওয়া হয়েছিল।
advertisement
5/5
এর আগে ইউরোপে নিজেদের স্ট্রিমিং মান কমিয়ে ইন্টারনেট সেবাদাতা বা আইএসপি’দেরকে সহযোগিতা করেছিল নেটফ্লিক্স