Malware Safety Tips: ইন্টারনেট ব্যবহার হোক নিরাপদ, এই ৫টি কথা মাথায় রাখলে ম্যালওয়ার কোনও ক্ষতি করতে পারবেন না
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Teesta Barman
Last Updated:
Malware Safety Tips: ইন্টারনেটের বিভিন্ন অ্যাক্টিভিটি বিভিন্ন ভাবে ম্যালওয়ার ছড়াতে ব্যস্ত থাকে। যদি এই বিশেষ সুরক্ষার দিকগুলি না দেখা হয় তবে ভবিষ্যতে আমাদের আর্থিক এবং ব্যক্তিগত ক্ষতি হতে পারে।
advertisement
1/9

আমরা যতই প্রযুক্তিগত ভাবে এগিয়ে চলেছি ততটাই নিজেদের ব্যক্তিগত সত্তা এবং পরিসর খুঁইয়ে ফেলতে চলেছি। বিশেষ করে ইন্টারনেটের দৌলতে এখন আমাদের কোনও কিছুই আর প্রায় ব্যক্তিগত নেই।
advertisement
2/9
ম্যালওয়ারের ভয়াবহ দাপটে যে কোনও প্রতিরোধমূলক প্রযুক্তিও আর পেরে উঠছে না। গত কয়েক বছর ধরে ম্যালওয়ারের বিরুদ্ধে লড়াই ক্রমশই কঠিন হয়ে উঠছে। এক্ষত্রে সুরক্ষার জন্যেও নানা প্রযুক্তি এসেছে তবে তাতে গ্রাহকরা সম্পূর্ণ সুরক্ষা পাচ্ছেন না।
advertisement
3/9
কোনও না কোনও ভাবে এই ম্যালওয়ারগুলি তাদের সিস্টেমের ভেতরে ঢুকে সিস্টেম হ্যাক করে নিচ্ছে। এর ফলে পরে তাদের আর্থিক ও অন্যান্য ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
advertisement
4/9
ইন্টারনেটের বিভিন্ন অ্যাক্টিভিটি বিভিন্ন ভাবে ম্যালওয়ার ছড়াতে ব্যস্ত থাকে। যদি এই বিশেষ সুরক্ষার দিকগুলি না দেখা হয় তবে ভবিষ্যতে আমাদের আর্থিক এবং ব্যক্তিগত ক্ষতি হতে পারে। তাই এই পাঁচটি টিপসের কথা মাথায় রাখলে আমরা কখনওই এমন অবস্থার মুখোমুখি হব না।
advertisement
5/9
অজানা কোনও সোর্স থেকে কখনোই কোনও অ্যাপ বা ওয়েবসাইট ডাউনলোড করা উচিত নয়। এই সোর্সের মাধ্যমেই ম্যালওয়ার প্রবেশ করে তথ্য চুরি করে।
advertisement
6/9
হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজের দ্বারা কোনও লিঙ্ক এলে কখনওই তা ক্লিক করা উচিত নয়। এই লিঙ্ক বা মেসেজের লিঙ্কগুলিতে নানা ম্যালওয়ার লুকিয়ে থাকে যা ক্লিক করার সঙ্গে সঙ্গে সচল হয়ে পড়ে এবং তথ্য চুরি করে।
advertisement
7/9
সর্বদা সময় মতো আমাদের অপারেটিং সিস্টেমকে আপডেট রাখা উচিত। এতে যদি কোনও ম্যালওয়ার থাকে তাহলে তা আপডেটের সুরক্ষা প্রযুক্তি দ্বারা নষ্ট হয়ে যাবে।
advertisement
8/9
কখনওই কোনও পাইরেটেড বা সেকেন্ড হ্যান্ড সফটওয়ার ব্যবহার করা উচিত নয়। এই সফটওয়ারগুলিতে নানা ম্যালওয়ার উপস্থিত থাকে যা সিস্টেমে ঢুকে সিস্টেম হ্যাক করে নেয় এবং ব্যক্তিগত তথ্য চুরি করে।
advertisement
9/9
যে অ্যাকাউন্টগুলি খুবই গুরুত্বপূর্ণ ঘন ঘন সেগুলির পাসওয়ার্ড বদলানো উচিত। এতে ম্যালওয়ার এলেও তা ঘন ঘন পরিবর্তনের ফলে পাসওয়ার্ড হ্যাক করতে পারে না।