TRENDING:

Best Bucket Water Heater: দামি দামি গিজার ছাড়ুন...! বাড়িতে আনুন সস্তার এই বালতি! জিরো ডিগ্রিতেও মিলবে টগবগে ফুটন্ত জল

Last Updated:
Best Instant Bucket Heater: গিজারের দাম বেশি তাই অনেক সময়ই গিজার কিনতে গিয়ে ফেল করে যায় মধ্যবিত্তের বাজেট। আজ এই প্রতিবেদনে আমরা আপনাকে গিজারের একটা দারুণ সস্তা বিকল্প সম্পর্কে বলতে চলেছি যা শুনলে আপনার নিজের কানকে বিশ্বাস হবে না
advertisement
1/6
দামি দামি গিজার ছাড়ুন...! বাড়িতে আনুন সস্তার এই বালতি! 0 ডিগ্রিতেও ফুটন্ত জল!
শীতকালে দৈনন্দিন কাজে গরম জল প্রয়োজন হয় প্রায় সবসময়ই। এই পরিস্থিতিতে, অনেকেই বাড়িতে কিনে আনেন গিজার বা ওয়াটার হিটার। গিজারের দাম বেশি তাই অনেক সময়ই গিজার কিনতে গিয়ে ফেল করে যায় মধ্যবিত্তের বাজেট। আজ এই প্রতিবেদনে আমরা আপনাকে গিজারের একটা দারুণ সস্তা বিকল্প সম্পর্কে বলতে চলেছি যা শুনলে আপনার নিজের কানকে বিশ্বাস হবে না।
advertisement
2/6
আসলে, গিজার ছাড়াও, অনেকেই জল গরম করতে ওয়াটার হিটার রড বা ডোবানো রড কিনতে পছন্দ করে। কারণ জল গরম করা এর মাধ্যমে বেশ সহজ হয়ে যায়। কিন্তু, প্রতিবার ব্যবহারের পর আবার আপনাকে সেক্ষেত্রে জল গরম করতে বসাতে হবে।
advertisement
3/6
এমন পরিস্থিতিতে গিজারের মতো শীতল বিকল্প হতে পারে গিজার বালতি। গ্রাহকরা অ্যামাজন থেকে ইনস্ট্যান্ট বাকেট ওয়াটার হিটার কিনতে পারেন আজই।
advertisement
4/6
এই বাকেট ওয়াটার হিটারটি ব্যাচেলরদের জন্য বা যারা বাইরে থাকার সময় একা কাজ করে বা পড়াশোনা করে তাদের জন্য একটি অত্যন্ত ভাল বিকল্প। কারণ, এতে বিল্ট ইন ওয়াটার হিটার পাওয়া যায়। এমতাবস্থায় এই বালতিতে বারবার হিটার বসানোর প্রয়োজন নেই।
advertisement
5/6
এই বালতি ২০ লিটার জলের ক্ষমতা-সহ আসে। এছাড়া সহজে জল বের করার জন্য এতে একটি ট্যাপও দেওয়া হয়েছে। এই মুহূর্তে এটি Amazon থেকে ১,৫৯৯ টাকায় কেনা যাবে। বুঝতেই পারছেন কী দারুণ সস্তা এই ইনস্ট্যান্ট বাকেট হিটারগুলি।
advertisement
6/6
আর দেরি করবেন না। শীত জাকিয়ে পড়ার আগেই ঘরে নিয়ে আসুন এই ওয়াটার হিটার। পকেটও স্বস্তিতে থাকবে আর আপনিও সকাল সকাল গরম জলে স্নান করে দারুণ খোশমেজাজে কাজে বেরোতে পারবেন নিশ্চিন্তে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Best Bucket Water Heater: দামি দামি গিজার ছাড়ুন...! বাড়িতে আনুন সস্তার এই বালতি! জিরো ডিগ্রিতেও মিলবে টগবগে ফুটন্ত জল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল