TRENDING:

Instagram Update: নিজের পেজ একঘেয়ে লাগছে? এবার অ্যাপের জন্য ‘রিসেট’ টুল আনছে ইনস্টাগ্রাম

Last Updated:
Instagram Update: ইনস্টাগ্রাম Explore পেজ রিসেট করার উপায় কিন্তু রয়েছে; রইল সেই প্রক্রিয়া
advertisement
1/9
নিজের পেজ একঘেয়ে লাগছে? এবার অ্যাপের জন্য ‘রিসেট’ টুল আনছে ইনস্টাগ্রাম
নিজেদের রেকমেন্ডেশনে যা দেখছেন, অনেক সময় তা নিয়ে সন্তুষ্ট থাকেন না Instagram ব্যবহারকারীরা। তবে এবার হয়তো তাঁদের সেই মুশকিল আসান হতে চলেছে। কারণ তাঁরা শীঘ্রই রিসেট বাটনে চাপ দিতে পারবেন।
advertisement
2/9
মেটা-মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের একটা নতুন সুবিধা এনে দিচ্ছে। আসলে এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের Explore, Reels এবং Feed সেকশনে প্রদর্শিত কনটেন্ট ক্লিয়ার করে সবটা রিফ্রেশ করে দিতে পারবেন।
advertisement
3/9
মঙ্গলবার অর্থাৎ গত ১৯ নভেম্বর একটি ব্লগ পোস্ট প্রকাশ করে মেটা বলেছে যে, ব্যবহারকারীদের রেকমেন্ডেশনগুলি সময়ের সঙ্গে সঙ্গে পার্সোনালাইজ হতে শুরু করবে। কেমন কন্টেন্ট তাঁরা দেখেন এবং কেমন ধরনের অ্যাকাউন্টের সঙ্গে তাঁরা আলাপচারিতা করেন, তার ভিত্তিতে ব্যবহারকারীদের নতুন কন্টেন্ট দেখানো হবে।
advertisement
4/9
সংস্থার তরফে জানানো হয়েছে যে, Instagram-এর নতুন রিসেট ফিচারটি নিয়ে আপাতত পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য শীঘ্রই এই ফিচার রোলআউট করা হবে।
advertisement
5/9
Instagram-এর নতুন রিসেট ফিচার ব্যবহার করার উপায়: এই ফিচারের কথা ঘোষণা করার সময় Instagram হেড Adam Mosseri বলেছেন যে, কখনও কখনও ব্যবহারকারী এমন একটি পর্যায়ে এসে পৌঁছন, যেখানে অনিচ্ছাকৃত ভাবে Instagram তাঁকে এমন কিছু দেখতে বাধ্য করে, যেটা তাঁদের একেবারেই পছন্দ নয়। উদাহরণস্বরূপ Explore-এর কথা বলা যাক। যেটা বেশ ঝামেলার। আমি কিছু পুরনো সকার হাইলাইটস দেখেছিলাম। আর হঠাৎ করেই Explore পুরো ভরে গেল সকার হাইলাইটসে। যেটা আমার একেবারেই পছন্দ হয়নি।
advertisement
6/9
কন্টেন্ট রেকমেন্ডেশন রিসেট করার জন্য কী কী করণীয়? ১. Instagram অ্যাপ খুলতে হবে। ২. Settings &gt-তে যেতে হবে। এরপর Content Preferences দিতে হবে। ৩. এবার ‘Reset Suggested Content’-এ ক্লিক করতে হবে।
advertisement
7/9
রিসেটিংয়ের সময় ব্যবহারকারীরা সেই অ্যাকাউন্ট দেখতেই সক্ষম হবেন, যেগুলি তাঁরা ফলো করছেন। যার ফলে ব্যবহারকারীরা এমন অ্যাকাউন্টকে আনফলো করে দিতে পারেন, যেগুলি থেকে শেয়ার হওয়া কন্টেন্ট একেবারেই তাঁদের না-পসন্দ।
advertisement
8/9
যদিও Mosseri ব্যবহারকারীদের সতর্কও করেছেন। কারণ সব সময় রেকমেন্ডেশন রিসেট করা হলে ইনস্টাগ্রাম আর কিন্তু আকর্ষণীয় থাকবে না। কারণ এই অ্যাপ ব্যবহারকারীদের পছন্দের বিষয়ে কিছু জানতে পারবে না। সেটা ফের জানার জন্য কিছুটা সময়ও নিতে পারে।
advertisement
9/9
Instagram-এর এইসব ফিচার ইতিমধ্যেই পাওয়া যায়: ব্যবহারকারীদের জন্য Instagram-এর কিছু বিদ্যমান ফিচার রয়েছে। এর মাধ্যমে নিজের পছন্দ এবং অপছন্দের বিষয়গুলি এই প্ল্যাটফর্মকে জানানো যাবে। যদি একজন ব্যবহারকারী একটি পোস্ট অথবা রিল নিজেদের Explore পেজে দেখে লাইক করেন, তাহলে তিনি পোস্টের একেবারে উপরের ডান দিকের কোণে থাকা তিনটি ডটের উপর ক্লিক করতে পারেন। সেখান থেকে তিনি ‘Interested’ সিলেক্ট করতে পারেন। শুধু তা-ই নয়, পোস্ট পছন্দ না হলে থ্রি-ডট মেন্যু থেকে ‘Not Interested’ অপশনেও ক্লিক করতে পারেন ব্যবহারকারীরা।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Instagram Update: নিজের পেজ একঘেয়ে লাগছে? এবার অ্যাপের জন্য ‘রিসেট’ টুল আনছে ইনস্টাগ্রাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল