TRENDING:

Instagram Thread: টাকা লাগছে Twitter-এ, টক্কর দিতে বাজারে আসছে Instagram Thread!

Last Updated:
এর মধ্যেই বাজারে Twitter-এর বিকল্প চলে এল! কিন্তু আসল আশ্চর্যের খবর হল এই যে সব ঠিক থাকলে আগামীকাল, অর্থাৎ ৬ জুলাই, ২০২৩ তারিখেই এই অ্যাপ ইউজারদের হাতে এসে যেতে পারে।
advertisement
1/7
টাকা লাগছে Twitter-এ, টক্কর দিতে বাজারে আসছে Instagram Thread!
কথায় বলে, একটা দরজা বন্ধ হলে অন্যটা খুলে যায়। ভেবে দেখলে, লক্ষ লক্ষ ইউজারের মুখের উপরে একরকম দরজাই তো বন্ধ করেছেন এলন মাস্ক। জানিয়ে দিয়েছেন- পয়সা না দিলে এবার থেকে আর আনলিমিটেড ট্যুইট পড়া যাবে না। দিনে ৬০০টা ট্যুইট খুব একটা হেলাফেলার কিছু নয়ও, কিন্তু ওই পয়সা ফেলার বাধ্যবাধকতা অনেককেই ঘাবড়ে দিয়েছে। ফলে, বিনামূল্যে আগের মতো কীভাবে Twitter করা যায়, তার একটা বিকল্পের খোঁজ চলছে।
advertisement
2/7
Twitter এলন মাস্কের সম্পত্তি, ওটা তাঁর খাসদখলে, অতএব টাকা না দিলে সেখানে সুবিধা হওয়ার জো নেই। কিন্তু ট্যুইটের বদলে থ্রেডই বা কী এমন খারাপ, বিশেষ করে জিনিসটা যখন পাওয়া যাচ্ছে খোদ Meta-র কাছ থেকে?
advertisement
3/7
আশ্চর্য হবেন অনেকেই, এর মধ্যেই বাজারে Twitter-এর বিকল্প চলে এল! কিন্তু আসল আশ্চর্যের খবর হল এই যে সব ঠিক থাকলে আগামীকাল, অর্থাৎ ৬ জুলাই, ২০২৩ তারিখেই এই অ্যাপ ইউজারদের হাতে এসে যেতে পারে।
advertisement
4/7
Apple App Store মারফত এর খবর মিলেছে, সেখানে Instagram-এর অধীনস্থ অ্যাপ হিসেবে উঠে এসেছে Thread-এর নাম। দেখা গিয়েছে লোগো এবং কামিং সুন নোটও।
advertisement
5/7
কীরকম হতে চলেছে এই Instagram Thread? Apple App Store-এ এর বিজ্ঞাপনে লেখা রয়েছে গোটা গোটা করে- Share ideas & trends with texts! এখান থেকেই বুঝে নিতে অসুবিধা নেই যে এটা Twitter-এর মতো টেক্সটভিত্তিক অ্যাপ, Twitter-এর মতোই এখানেও কোনও থ্রেড লাইক এবং শেয়ার করা যাবে, করা যাবে সেখানে কমেন্টও।
advertisement
6/7
সব থেকে বড় সুবিধা, যাঁরা Instagram করেন, তাঁরা এখানে তাঁদের ইউজার আইডি এক রেখেই কাজ চালাতে পারবেন, ফলে ফলোয়ার এবং ফলোয়িংও এক থাকবে, নতুন করে সব কিছু গোছাতে হবে না।
advertisement
7/7
দেখা যাক শেষ পর্যন্ত Instagram Thread কতটা জনপ্রিয় হয়! তবে Twitter নিয়ে অনেকেই যে এখন তিতিবিরক্ত, সেও তো জানা কথাই!
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Instagram Thread: টাকা লাগছে Twitter-এ, টক্কর দিতে বাজারে আসছে Instagram Thread!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল