Instagram রিলস হবে আরও মজাদার! জেনে নিন এই নতুন ফিচার
- Written by:Trending Desk
- trending desk
- Edited by:Ankita Tripathi
Last Updated:
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসারি তাঁর চ্যানেলে জানিয়েছেন, ‘নতুন ফিচার আসছে। এবার থেকে রিলস এডিট করার সময় গানের লিরিক্সও যোগ করতে পারবেন ইউজাররা। ঠিক যেমনটা ইনস্টাগ্রাম স্টোরিতে করা যায়’।
advertisement
1/9

ইনস্টাগ্রামে চালু হচ্ছে নতুন ফিচার। ইউজাররা এবার থেকে রিলসে গানের লিরিক্সও দিতে পারবেন। এতদিন ইনস্টাগ্রাম স্টোরিতে এই ফিচার ব্যবহার করা যেত। এবার থেকে রিলসেও মিলবে এই সুবিধা।
advertisement
2/9
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসারি তাঁর চ্যানেলে জানিয়েছেন, ‘নতুন ফিচার আসছে। এবার থেকে রিলস এডিট করার সময় গানের লিরিক্সও যোগ করতে পারবেন ইউজাররা। ঠিক যেমনটা ইনস্টাগ্রাম স্টোরিতে করা যায়’।
advertisement
3/9
সঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি, ইউজাররা ম্যানুয়ালি রিলসে লিরিক্স যোগ করছে। সঙ্গীতের সঙ্গে এর ব্যবহারের মাধ্যমে নিজেকে আরও সহজে প্রকাশ করা যায়। রিলসগুলোকে আরও দৃষ্টিনন্দন করতে নানা আপডেট আসবে। সঙ্গে থাকুন’।
advertisement
4/9
এভাবে সহজেই ইনস্টাগ্রাম রিলসে গানের লিরিক্স যোগ করা যায়: ১. মিউজিক বাটনে ক্লিক করতে হবে। ২. বেছে নিতে হবে নিজের পছন্দ মতো গান। ৩. নতুন, নির্বাচিত গানের লিরিক্স যোগ করতে সোয়াইপ করতে হবে বাম দিকে। ৪. ব্যস, রিলসে গানের সঙ্গে তার লিরিক্সও চলে আসবে।
advertisement
5/9
গানের লিরিক্স যোগ করার ফিচার বহুদিন ধরেই ইনস্টাগ্রাম স্টোরিতে আছে। এই ফিচার রিলসে নিয়ে আসতে ইনস্টাগ্রাম কেন এত সময় নিল, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
6/9
সম্প্রতি রিলস তৈরির জন্য বেশ কিছু ইউজার ফ্রেন্ডলি টুলস নিয়ে এসেছে ইনস্টাগ্রাম। এই টুলগুলির মধ্যে রয়েছে উন্নত টেমপ্লেট, ট্রেন্ডিং এবং টেমপ্লেট ব্রাউজার যা ইউজারদের কনটেন্টের জন্য সঠিক টেমপ্লেট বাছাই সহজ করে দেয়।
advertisement
7/9
মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম ‘এআই ফ্রেন্ড’ নামে একটি নতুন ফিচার নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে বলে জানা গিয়েছে। এই ফিচার ইউজারদের অ্যাপে পার্সোনালাইজড আর্টিফিসিয়াল ইনটিলিজেন্স চালিত কাল্পনিক বন্ধু তৈরি করার সুযোগ দেবে।
advertisement
8/9
সম্প্রতি আলেসান্দ্রো পালুজি মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে (আগে ট্যুইটার নামে পরিচিত) বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করে লিখেছিলেন, ‘ইনস্টাগ্রাম আর্টিফিসিয়াল ইনটিলিজেন্সচালিত বন্ধু তৈরির ফিচার নিয়ে কাজ করছে।
advertisement
9/9
সেই স্ক্রিনশট থেকে জানা যাচ্ছে, ইউজাররা তাঁদের এআই চালিত বন্ধুর বৈশিষ্ট্য যেমন - লিঙ্গ (পুরুষ, মহিলা, অ-বাইনারি) এবং বয়স (তরুণ, প্রাপ্তবয়স্ক বা বয়স্ক) ঠিক করতে পারবেন। শুধু তাই নয়, তার জাতি, ব্যক্তিত্ব এবং আগ্রহও কাস্টমাইজ করতে পারবেন ইউজাররা।