TRENDING:

Instagram Reels: Reels বানাতে ভালবাসেন? আছে বড় সুখবর! দেখে নিন Instagram-এর নয়া ফিচার

Last Updated:
যদিও এখনও পর্যন্ত এই বিষয়টি নিশ্চিত করেনি মেটা বা ইনস্টাগ্রাম। কিন্তু জানা গিয়েছে যে, এই নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে এবং খুব তাড়াতাড়ি চালু করে দেওয়া হতে পারে এই নয়া ফিচার।
advertisement
1/7
Reels বানাতে ভালবাসেন? আছে বড় সুখবর! দেখে নিন Instagram-এর নয়া ফিচার
বর্তমানে ইনস্টাগ্রাম খুবই জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ইনস্টাগ্রামের রিলস্ সারা দুনিয়াতেই খুবই জনপ্রিয়। ইনস্টাগ্রামের এই রিলস্-এর ক্ষেত্রে আসতে চলেছে একটি নতুন ফিচার। এত দিন বেশি বড় ভিডিও আপলোড করা যেত না ইনস্টাগ্রাম রিলসে।
advertisement
2/7
তবে মেটা মালিকানাধীন প্ল্যাটফর্মটি রিলস্-এর একটি দীর্ঘ সংস্করণ নিয়ে কাজ করছে, যাতে থাকতে পারে বিভিন্ন ধরনের ফিচার। যার ফলে ইউজাররা ১০ মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করতে পারবেন। যদিও এখনও পর্যন্ত এই বিষয়টি নিশ্চিত করেনি মেটা বা ইনস্টাগ্রাম। কিন্তু জানা গিয়েছে যে, এই নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে এবং খুব তাড়াতাড়ি চালু করে দেওয়া হতে পারে এই নয়া ফিচার।
advertisement
3/7
আলেসান্দ্রো পালুজি নামের একজন ডেভেলপার ইনস্টাগ্রামের এই নতুন ফিচার সকলের সামনে তুলে ধরেছেন। তিনি ইনস্টাগ্রাম রিলসের স্ক্রিনশটের মাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরেছেন। সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে, পাশাপাশি দুটি পেজ রয়েছে। একটি ৩ মিনিটের ভিডিও রেকর্ড করার জন্য এবং অন্যটি ১০ মিনিটের ভিডিও আপলোড করার অনুমতি দেয়। আলেসান্দ্রো পালুজি জানিয়েছেন যে, ইনস্টাগ্রাম ১০ মিনিট পর্যন্ত রিলস তৈরি করার ফিচার নিয়ে আপাতত কাজ করছে।
advertisement
4/7
এটা বলার অপেক্ষা রাখে না যে, রিলসে যদি ১০ মিনিটের ভিডিও সাপোর্ট করে, তাহলে এটি আর YouTube Shorts-এর প্রতিদ্বন্দ্বী থাকবে না। বরং ইউটিউব ভিডিও-র প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার পথে হাঁটবে। এখানেই শেষ নয়, TikTok-এর সঙ্গেও এর প্রতিদ্বন্দ্বিতা বাড়বে।
advertisement
5/7
কারণ বাইটড্যান্স মালিকানাধীন প্ল্যাটফর্মটি ইতিমধ্যেই তাদের প্রত্যেক ইউজারদের ১০ মিনিটের ভিডিও আপলোড করার অনুমতি দেয়। যখন প্ল্যাটফর্মের জন্য অর্থ প্রদান করা হয়, তখন ২০ মিনিটের ভিডিও আপলোড করার বিকল্পও পাওয়া যায়।
advertisement
6/7
বিনোদনের নিরিখে বাজারের প্রবণতা যখন ছোট ভিডিও-র দিকেই বেশি ঝুঁকছে, তখন লম্বা ভিডিও ফর্ম্যাট সম্পর্কে ইনস্টাগ্রামের পরিকল্পনা, কতটা ফলপ্রসূ হয়, এখন সেটাই দেখার। কিন্তু ইনস্টাগ্রাম হয়তো মনে করছে যে, রিলগুলিতে দীর্ঘ ভিডিও থাকলে ব্যবসা আরও বাড়বে।
advertisement
7/7
তবে এই নয়া ফিচারের জন্য নিজেদের অনেকটাই আপডেট করতে হবে ইনস্টাগ্রামকে। এর পাশাপাশি, এই প্ল্যাটফর্মটি সমস্ত ফিচারকে জনপ্রিয় করার জন্য নতুন উপায়ও খুঁজছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Instagram Reels: Reels বানাতে ভালবাসেন? আছে বড় সুখবর! দেখে নিন Instagram-এর নয়া ফিচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল