টিকটক ও স্ন্যাপচ্যাটের ফিচার এবার Instagram-এ, এই নতুন ফিচারে কী সুবিধা পাবেন আপনি?
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Instagram new feature: নস্টাগ্রামে আসছে নতুন ফিচার। এখন থেকে TikTok-এর মতো রিলস রিপোস্ট করা যাবে এবং Snapchat-এর মতো Live Map ফিচারের মাধ্যমে বন্ধুদের লোকেশনও দেখা যাবে।
advertisement
1/7

ব্যবহারকারীদের পছন্দের ফটো শেয়ারিং অ্যাপগুলির মধ্যে অন্যতম হল Instagram। আর নিজেদের প্ল্যাটফর্মে একটি নয়া ফিচার চালু করে Instagram আবারও এটা স্পষ্ট করে দিল যে, তারা Snapchat-এর মতো প্ল্যাটফর্ম থেকে আইডিয়া গ্রহণের ক্ষেত্রে পিছিয়ে নেই তারা। এবার সংশ্লিষ্ট সংস্থার তরফে কিছু পরিবর্তন আনা হয়েছে।
advertisement
2/7
বিশেষ করে Reels এবং লোকেশন-শেয়ারিং ফিচারেই এই পরিবর্তন আনা হয়েছে। মূলত সংস্থার লক্ষ্য হল, দীর্ঘ সময় ধরে এই প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের ধরে রাখা। আসলে Instagram-এর পরিচয়ের এক গুরুত্বপূর্ণ অংশ হল Reels। যদিও এই ফরম্যাটটি নেওয়া হয়েছে TikTok থেকেই।
advertisement
3/7
বর্তমানে এই সংস্থাটি TikTok-এর মতো একটি ফিচার দিতে শুরু করেছে। আসলে এই ফিচারের মাধ্যমে সমস্ত ব্যবহারকারীর রিল রিপোস্ট করা যাবে। অর্থাৎ ব্যবহারকারী কাউকে ফলো করুন বা না করুন, সেই ব্যক্তির রিল রিপোস্ট করতে পারবেন। বোঝাই যাচ্ছে যে, এই ফিচারটি কাজ করবে একদম TikTok-এর মতো করেই। আগে Instagram-এ শুধুমাত্র স্টোরির মাধ্যমেই রিল রিপোস্ট করা যেত। কিন্তু এখন এটি সরাসরি ভাবে রিপোস্ট করা যাবে। আর এই রিপোস্টেড ভিডিওগুলি একটি ভিন্ন ফিড এবং ফলোয়ারদের প্রধান ফিডে দেখা যাবে।
advertisement
4/7
লাইভ লোকেশনের ক্ষেত্রে পরিবর্তন: এর পাশাপাশি লোকেশন-শেয়ারিং ফিচারে পরিবর্তন এনেছে Instagram। এখন Live Map ফিচারের মাধ্যমে ব্যবহারকারী সেই সমস্ত বন্ধুর লোকেশন দেখতে পাবেন, যাঁরা তাঁকে নিজেদের লোকেশন ট্র্যাক করার অনুমতি দিয়েছেন। Snapchat-এর Snap Map-এর মতোই হতে চলেছে এই ফিচারটি।
advertisement
5/7
সবথেকে ভাল বিষয় হল, ডিফল্ট হিসেবেই এই ফিচারটি অফ হয়ে যাবে। আর এটি ব্যবহার করার জন্য ব্যবহারকারীকে ম্যানুয়ালি তা চালু করতে হবে। যাতে প্রিভেসি সুরক্ষিত থাকে।
advertisement
6/7
বেশ কিছু সময় ধরেই ক্রমাগত নতুন ফিচার যোগ করার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে Instagram-কে। শুধু তা-ই নয়, এটি সাধারণ ফটো শেয়ারিং প্ল্যাটফর্মের থেকেও বেশি কিছু হয়ে উঠছে বলেও ব্যাপক সমালোচনা শুনতে হচ্ছে। Meta-র মালিকানাধীন এই প্ল্যাটফর্ম বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরদের উপর আরও মনোনিবেশ করতে চাইছে। কিন্তু কখনও কখনও অতিরিক্ত নতুন ফিচার ব্যবহারকারীদের মনে বিভ্রান্তির সৃষ্টি করছে।
advertisement
7/7
আর এই পদক্ষেপের মাধ্যমে Instagram এটা স্পষ্ট করে দিয়েছে যে, তারা শুধুমাত্র ফটো-শেয়ারিং অ্যাপ হয়ে থাকতে চায় না। বরং তারা ভিডিও, লোকেশন এবং ইন্টারঅ্যাকটিভ টুলের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যস্ত রাখতে চাইছে। যদিও এমনটা নয় যে, প্রত্যেক ব্যবহারকারীই পরিবর্তন পছন্দ করেন। বিশেষ করে যাঁরা Instagram-এর পুরনো ভার্সন পছন্দ করেন, তাঁরা স্বাভাবিক ভাবে একেবারেই এই সমস্ত পরিবর্তন পছন্দ করবেন না।