৫০এমপি ক্যামেরা-সহ ভারতে লঞ্চ হল Infinix NOTE 50x 5G+! কত দাম? জেনে নিন স্পেসিফিকেশন
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
ভারতের বাজারে NOTE 50x 5G+ নিয়ে এল Infinix। মিড রেঞ্জের এই স্মার্টফোনে একাধিক এআই চালিত ফিচার রয়েছে। ডিজাইনও চোখ ধাঁধানো। ৩ এপ্রিল থেকে ফ্লিপকার্টে স্মার্টফোনের বিক্রি শুরু হবে।
advertisement
1/9

ভারতের বাজারে NOTE 50x 5G+ নিয়ে এল Infinix। মিড রেঞ্জের এই স্মার্টফোনে একাধিক এআই চালিত ফিচার রয়েছে। ডিজাইনও চোখ ধাঁধানো। ৩ এপ্রিল থেকে ফ্লিপকার্টে স্মার্টফোনের বিক্রি শুরু হবে। এর দাম ১০,৪৯৯ টাকা (সব অফার সহ)।
advertisement
2/9
হাই স্পিড, মাল্টিটাস্কিং এবং গেমিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে MediaTek Dimensity 7300 ULTIMATE প্রসেসর। ৪nm আর্কিটেকচারের ওপর নির্মিত, যা বিশ্বে প্রথম। এমনই দাবি করেছে Infinix।
advertisement
3/9
NOTE 50x 5G+ 90 FPS পর্যন্ত গেম সাপোর্ট করে। শুধু তাই নয়, ইউজারকে আরও ভালও গেমিং অভিজ্ঞতা দিতে Game Mode, Bypass Charging ও MediaTek HyperEngine অপ্টিমাইজেশনও দেওয়া হয়েছে এতে।
advertisement
4/9
স্মার্টফোনটি Android 15-ভিত্তিক XOS 15 অপারেটিং সিস্টেমে চলে। এতে রয়েছে AI-চালিত নানা ফিচার, যেমন On-Screen Awareness, AIGC Portraits, AI Note ও Writing Assistant। ব্যবহারকারীরা Folax AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং Circle to Search-এর মাধ্যমে দ্রুত ভিজ্যুয়াল লুকআপও করতে পারবেন।
advertisement
5/9
ডিভাইসটিতে রয়েছে ৬.৬৭-ইঞ্চির HD+ পাঞ্চ হোল ডিসপ্লে, যা ১২০Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে স্ক্রোলিং ও ভিডিও দেখার এক অন্য অভিজ্ঞতা পাবেন ইউজাররা। উন্নত অডিও অভিজ্ঞতার জন্য রয়েছে DTS সক্ষম ডুয়াল স্পিকার।
advertisement
6/9
ক্যামেরাও জবরদস্ত। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ৫০MP ডুয়াল রিয়ার ক্যামেরা, যা ১২টিরও বেশি ফটোগ্রাফি মোড সাপোর্ট করে। ৮MP সেলফি ক্যামেরাটি ফ্রন্ট ও স্ক্রিন ফ্ল্যাশসহ ৪K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।
advertisement
7/9
NOTE 50x 5G+ তিনটি রঙে পাওয়া যাবে— Sea Breeze Green (ভেগান লেদার), Titanium Grey (মেটালিক ফিনিশ) এবং Enchanted Purple (মেটালিক ফিনিশ)। ডিভাইস MIL-STD-810H সার্টিফিকেশন ও IP64 রেটিংযুক্ত, যা ধুলো, জল ও হঠাৎ পড়ে যাওয়া থেকে সুরক্ষা দেয়। এতে Active Halo Lighting ফিচার রয়েছে। নোটিফিকেশন, কল ও চার্জিংয়ের সময় আলো জ্বলে ওঠে।
advertisement
8/9
ব্যাটারি ও চার্জিং: এতে রয়েছে ৫,৫০০ mAh ব্যাটারি যা ৪৫W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফলে দ্রুত চার্জ হয় ও দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেয়। ১০W রিভার্স চার্জিং থাকায় এটি পাওয়ার ব্যাঙ্কের মতো ব্যবহার করা যায়।
advertisement
9/9
NOTE 50x 5G+ দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। 6GB RAM + 128GB স্টোরেজ (১২GB পর্যন্ত এক্সপ্যান্ডেবল) ভ্যারিয়েন্টের দাম 11,499 টাকা। আর 8GB RAM + 128GB স্টোরেজ (১৬GB পর্যন্ত এক্সপ্যান্ডেবল) ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 12,999 টাকা। ICICI Bank কার্ড বা এক্সচেঞ্জ অফারে ১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।