TRENDING:

Tvs--Bajaj Bikes In Africa: ভারতের Bajaj-Tvs-বাইকের রাজত্ব আফ্রিকায়, চিনা কোম্পানির দাপাদাপি বন্ধ

Last Updated:
Tvs--Bajaj Bikes In Africa: আফ্রিকায় Bajaj-Tvs-এর দাপটে ১৬০টি চিনা বাইক প্রস্তুতকারক সংস্থা ব্যবসা গুটিয়ে নিয়েছে।
advertisement
1/6
ভারতের Bajaj-Tvs-বাইকের রাজত্ব আফ্রিকায়, চিনা কোম্পানির দাপাদাপি বন্ধ
ভারতে ব্যাপক জনপ্রিয় Bajaj Auto ও TVS Motos -এর মোটরসাইকেল। আর সেটা দুটি কোম্পানির সেলস ফিগার দেখলেই বোঝা যায়। তবে জানেন কি, আফ্রিকার বিভিন্ন দেশেও ভারতের এই দুই সংস্থার বাইক দারুন জনপ্রিয়!
advertisement
2/6
300cc -র কম সেগমেন্ট-এ আফ্রিকায় দারুন হিট বাজাজ ও টিভিএস-এর একের পর এক মোটরসাইকেল। আফ্রিকায় একটা সময় চিনা সংস্থার মোটরসাইকেলের রাজত্ব চলত। কিন্তু এখন ভারতের দুই সংস্থা চিনাদের দাপাদাপি একেবারে বন্ধ করে দিয়েছে।
advertisement
3/6
এখন প্রশ্ন হল, কীভাবে আফ্রিকায় এতটা জনপ্রিয় হল ভারতের দুই সংস্থা! আসলে এর পিছনে চিনা সংস্থাগুলির পরোক্ষ অবদান রয়েছে। চিনা মোটরসাইকেলগুলি সস্তার হলেও টেকসই নয়। তার উপর তাদের আফটার সেলস সার্ভিস জঘন্য। আর তাই আফ্রিকায় চিনা বাইক প্রস্তুতকারক সংস্থাগুলি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। সেই সুযোগ কাজে লাগায় বাজাজ ও টিভিএস।
advertisement
4/6
চিনের মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থার সংখ্যা ২০০। প্রতিটি সংস্থা আফ্রিকায় ব্যাবসা করত। কিন্তু এখন বাজাজ ও টিভিএস-এর দাপটে ১৬০টি চিনা সংস্থা আফ্রিকা থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। বাকি ৪০টি সংস্থার ব্যবসাও ধুঁকছে।
advertisement
5/6
জানা গিয়েছে, গত আর্থিক বছরেও আফ্রিকার মোটরসাইকেল বাজারে প্রায় ৪০ শতাংশ দখল করে ছিল বাজাজ বক্সার। তা হলে বুঝতেই পারছেন, সেখানে ভারতীয় ব্র্যান্ড-এর মোটরসাইকেলের চাহিদা ঠিক কতটা! আফ্রিকায় ভারতের দুটি মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থার সার্ভিস বেশ ভাল। আর সেটাই তাদের ব্যবসা বৃদ্ধিতে সাহায্য করেছে।
advertisement
6/6
আফ্রিকায় এখনও বহু মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করেন। তাই বেশিরভাগ মানুষ সস্তা ও বেশি মাইলেজ দেবে, এমন বাইক খোঁজেন। আর এই চাহিদা পূরণ করে বাজাজ ও টিভিএস। তাই আফ্রিকায় এখন ভারতের এই দুই সংস্থার রমরমা।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Tvs--Bajaj Bikes In Africa: ভারতের Bajaj-Tvs-বাইকের রাজত্ব আফ্রিকায়, চিনা কোম্পানির দাপাদাপি বন্ধ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল