TRENDING:

বাড়িতে বসেই পোস্ট অফিসের লাভ! ডাকঘরের নয়া পরিষেবা সম্পর্কে যা জানা জরুরি

Last Updated:
পোস্ট অফিসের ইন্টারনেট ব্যাঙ্কিং নিয়ে বিস্তারিত পেয়ে যাবেন ভারতীয় ডাকঘর বা ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটে৷ পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকলেই,https://ebanking.indiapost.gov.in/ সাইটে গিয়ে ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করতে পারবেন৷
advertisement
1/8
বাড়িতে বসেই পোস্ট অফিসের লাভ! ডাকঘরের নয়া পরিষেবা সম্পর্কে যা জানা জরুরি
পোস্ট অফিস ব্যাঙ্কিং সার্ভিসও দেয়, এটা মোটামুটি সকলেই জানেন৷ এ বার বাড়িতে বসে কম্পিউটারেই সারতে পারবেন পোস্ট অফিসের কাজ৷ হ্যাঁ, ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা চালু করল ভারতীয় ডাকঘর৷
advertisement
2/8
দিল্লিতে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী মনোজ সিনহা ভারতীয় ডাকঘরের এই নয়া সুবিধার কথা ঘোষণা করেছেন৷ পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সুবিধা যে কোনও গ্রাহকই ব্যবহার করতে পারেন৷ এই পরিষেবায় পিপিএফ, আরডি বা অন্যান্য ব্যাঙ্কিং কাজ করা যাবে বাড়িতে বসেই৷
advertisement
3/8
পোস্ট অফিসের ইন্টারনেট ব্যাঙ্কিং নিয়ে বিস্তারিত পেয়ে যাবেন ভারতীয় ডাকঘর বা ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটে৷ পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকলেই,https://ebanking.indiapost.gov.in/ সাইটে গিয়ে ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করতে পারবেন৷
advertisement
4/8
যাবতীয় বিস্তারিত জানতে indiapost.gov.in ভিজিট করুন৷ কী করতে হবে? এই পরিষেবা পেতে পোস্ট অফিসের নিকটবর্তী শাখায় গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে হবে৷ প্রয়োজনীয় নথির সঙ্গে ওই ফর্ম জমা দিন৷
advertisement
5/8
p6
advertisement
6/8
আপনার আবেদন গ্রাহ্য হলে, মোবাইলে একটি অ্যালার্ট মেসেজ পাবেন৷ এসএমএস-এই থাকবে URL, ক্ল‌িক করলে সোজা আপনাকে নিয়ে ইন্ডিয়া পোস্টের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে৷
advertisement
7/8
সিঙ্গল বা জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেই এই পরিষেবা পাবেন৷ পোস্ট অফিসে KYC থাকতেই হবে৷ প্যান নম্বরের সঙ্গে পোস্ট অফিসের অ্যাকাউন্টের যোগ আবশ্যিক৷
advertisement
8/8
পোস্ট অফিসে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে কোনও অসুবিধা হলে ফোন করতে পারেন টোল ফ্রি নম্বর 1800-425-2440 এ৷ এছাড়া অভিযোগ জানিয়ে মেল করতে পারেন, dopebanking@indiapost.gov.in ঠিকানায়৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
বাড়িতে বসেই পোস্ট অফিসের লাভ! ডাকঘরের নয়া পরিষেবা সম্পর্কে যা জানা জরুরি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল