TRENDING:

India-Pak Tension: বাতাসে ভারত পাক লড়াই-এর বারুদের গন্ধ! Airtel, Jio, BSNL, Vi-কে 'বিশেষ' নির্দেশ ভারত সরকারের

Last Updated:
India-Pak Tension: এহেন অবস্থায় দুর্যোগের স্তরের পরিস্থিতির জন্য বেসরকারি এবং সরকারি টেলিকম সংস্থাগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস (ডিওটি)।  
advertisement
1/7
বাতাসে ভারত পাক লড়াই-এর বারুদের গন্ধ! Airtel, Jio, BSNL, Vi-কে 'বিশেষ' নির্দেশ ভারত সরকার
ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে গিয়েছে জঙ্গি হানা। সেখানে নিরীহ পর্যটকদের উপর গুলি চালিয়ে তাঁদের হত্যা করেছে জঙ্গিরা। পাল্টা জবাব দিতে চলতি সপ্তাহেই পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভারতও। ইতিমধ্যেই অপারেশন সিঁদুর-এর অধীনে সেখানকার ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এহেন অবস্থায় দুর্যোগের স্তরের পরিস্থিতির জন্য বেসরকারি এবং সরকারি টেলিকম সংস্থাগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস (ডিওটি)।
advertisement
2/7
সেই সঙ্গে সাইবার হামলার সম্ভাব্য বিপদের কারণে নেটওয়ার্ক অপারেশন সুরক্ষিত করার প্রয়োজনীয়তার উপরেও জোর দেওয়া হয়েছে। নিরবচ্ছিন্ন ভাবে কানক্টিভিটি নিশ্চিত করাটা বাধ্যতামূলক করেছে মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস। সেই সংক্রান্ত নির্দেশ পৌঁছে গিয়েছে Airtel, Jio, BSNL এবং Vi-এর মতো টেলিকম অপারেটরদের কাছে। বলা হয়েছে যে, ভরসাযোগ্য নেটওয়ার্ক পারফরম্যান্স বজায় রাখার জন্য একযোগে সকলকে কাজ করে যেতে হবে।
advertisement
3/7
অপারেশন সিঁদুর-এর পরেই প্রশস্ত ক্ষেত্রগুলিতে আরও বেশি করে মনোনিবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে টেলিকম সংস্থাগুলিকে। সেই সঙ্গে এ-ও বলা হয়েছে যে, জরুরি অবস্থার সময় নিরাপত্তা এবং কর্মক্ষমতার ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং ইনস্টলেশনের আপডেট তালিকা তৈরি করতে হবে।
advertisement
4/7
টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে, টেলিকম পরিকাঠামোয় বাধাহীন ভাবে পাওয়ার সাপ্লাই জেনারেট করতে ডিজি-র জন্য পর্যাপ্ত পরিমাণে ডিজেল মজুত রাখতে হবে। সেই সঙ্গে কৌশলগত ভাবে রিজার্ভ টিমও মোতায়েন রাখতে হবে। যাতে জরুরিকালীন পরিস্থিতিতেও টেলিকম পরিষেবা দ্রুত রেস্টোর করা সম্ভব হয়।
advertisement
5/7
গত ৭ মে লেখা একটি চিঠিতে টেলিকমিউনিকেশনস মন্ত্রকের বিপর্যয় মোকাবিলা বিভাগ আন্তর্জাতিক সীমান্তের ১০০ কিলোমিটারের মধ্যে বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) অবস্থানগুলির সুষ্ঠু কার্যকারিতা নিশ্চিত করার উপর জোর দিয়েছে। নিরাপত্তাজনিত সঙ্কট অথবা বিপর্যয়ের ক্ষেত্রে কোনও বাধা ছাড়াই যোগাযোগ ব্যবস্থা বজায় রাখার জন্য টেলিকম অপারেটররা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
advertisement
6/7
২০২০ সালে প্রতিষ্ঠিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) কঠোরভাবে মেনে চলা আবশ্যক। তাই টেলিকম কোম্পানিগুলির কাছ থেকে তাৎক্ষণিক ভাবে সম্মতি এবং সক্রিয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে টেলিকম বিভাগ। এর পাশাপাশি জরুরি অবস্থার সময় টেলিকম পরিষেবা সরবরাহ সহজতর করতে এবং সুরক্ষা নিশ্চিত করতে মন্ত্রকের তরফে সমস্ত স্থানীয় পরিষেবা অঞ্চল (এলএসএ) প্রধানদের রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
7/7
এর পাশাপাশি ইন্ট্রা-সার্কেল রোমিং পরিষেবা পরীক্ষা করতে এবং নিয়ম মেনে আইসিআর সক্রিয় করার জন্য বিপর্যয় মোকাবিলার ডেপুটি ডিরেক্টর জেনারেলের কাছে অনুরোধ জমা করতে নির্দেশ দিয়েছে টেলিকমিউনিকেশন বিভাগ।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
India-Pak Tension: বাতাসে ভারত পাক লড়াই-এর বারুদের গন্ধ! Airtel, Jio, BSNL, Vi-কে 'বিশেষ' নির্দেশ ভারত সরকারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল